কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধান উপদেষ্টার

বাসস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২৩:১৩ আপডেট: : ২৪ এপ্রিল ২০২৫, ১২:২২
বুধবার দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানির সঙ্গে এক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

দোহা, ২৩ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশে কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সেদেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানির সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘কাতারের বিনিয়োগকারীদের জন্য একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যেতে পারে। সেখানে কাতারের ব্যবসায়ীরা সমরাস্ত্রের যন্ত্রাংশসহ অন্যান্য খাতে বিনিয়োগ করতে পারেন।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা কাতারের মন্ত্রীকে বলেছেন, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। বন্দরের সক্ষমতা বাড়ানোসহ বিনিয়োগ পরিষেবা উন্নয়ন করা হচ্ছে।

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশে শিল্প স্থাপন করে উৎপাদিত পণ্য দেশের বাইরে রপ্তানি করতে পারবেন। তিনি কাতারের ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানান।

কাতার তিন বছর পর পর বাংলাদেশ থেকে ৭২৫ জন করে সেনাসদস্য নেবে। প্রধান উপদেষ্টা কাতারের উপ-প্রধানমন্ত্রীকে এই সেনাসদস্যের সংখ্যা বাড়ানোর অনুরোধ জানান।

এদিকে আজ কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানি অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। সেখানে প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই স্মৃতি স্মরণে হাবিপ্রবিতে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
গ্রামীণ ব্যাংকের প্রতিনিধিদলকে চীনা দূতাবাসের সংবর্ধনা 
মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই: অধ্যাপক আলী রীয়াজ
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১,৬০২
ফিলিস্তিনে জাতিসংঘের শীর্ষ মানবিক কর্মকর্তার ভিসা নবায়ন করবে না ইসরাইল
ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ডে নিহত ৩
ইসরাইলি সেনাদের গুলিতে ত্রাণ নিতে এসে নিহত ৯৩
টাঙ্গাইলে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু 
বরিশালে জুলাই শহিদদের স্মরণে নির্মাণ হচ্ছে স্মৃতিস্তম্ভ
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ম্যুরাল পুনঃস্থাপন করা হয়েছে
১০