পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১১:৫১

ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। এখন এটির রক্ষণাবেক্ষণ চলছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, মন্ত্রণালয় লক্ষ্য করেছে কিছু সময়ের জন্য মন্ত্রণালয়ের ফেসবুক পেজে অনুমোদনহীন অপ্রাসঙ্গিক কিছু কনটেন্ট শেয়ার করা হয়েছে। যা মন্ত্রণালয়ের নীতির পরিপন্থী। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য প্রচারের ক্ষেত্রে এই ফেসবুক পেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেসবুক পেজের কোনো পোস্ট, বার্তা বা কনটেন্টে কেউ যেন বিশ্বাস বা শেয়ার না করে সে বিষয়ে সবাইকে অনুরোধ জানানো হয়।

এদিকে, মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সকল সরকারি হালনাগাদ তথ্য ও বার্তা প্রদান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০