বাংলাদেশ থেকে জর্ডানে আরও জনশক্তি নিয়োগের আহ্বান ড. আসিফ নজরুলের

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৮:১১ আপডেট: : ০৫ মে ২০২৫, ১৮:২০
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল । ফাইল ছবি

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস):  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জর্ডানের কৃষি, পর্যটন ও নির্মাণ খাতে বাংলাদেশ থেকে আরও বেশি পুরুষ কর্মী নিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

গত শনিবার সৌদি আরবের রিয়াদে ৭ম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সম্মেলনের সাইডলাইনে জর্ডানের শ্রমমন্ত্রী খালেদ মাহমুদ আল-বাক্করের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা  বলা হয়েছে।

বৈঠককালে তিনি দক্ষ কর্মীদের পাশাপাশি জর্ডানে কৃষি, পর্যটন ও নির্মাণ খাতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী পুরুষ কর্মী নিয়োগ করার এবং এই বিষয়ে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন। 

বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে তথ্য বিনিময় জোরদার এবং সহযোগিতা কর্মসূচির জন্য পদক্ষেপ নেয়ার বিষয়ে সম্মত হয়।

পৃথক বৈঠকে ওআইসি শ্রম কেন্দ্রের মহাপরিচালক আজার বায়রামভ ওআইসি দেশগুলোর মধ্যে শ্রম সহযোগিতা বৃদ্ধি এবং শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে একসাথে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

ড. আসিফ নজরুল বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. দেলোয়ার হোসেন এসময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
যশোরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
১০