দেশব্যাপী জরুরি চিকিৎসা পরিকাঠামো প্রতিষ্ঠার সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৯:১৬

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস): দেশের প্রতিটি হাসপাতালের জরুরি বিভাগকে সহজে, জরুরি এবং দক্ষভাবে সেবা দেয়ার সুবিধার জন্য পুনঃনকশা করে পুনঃনির্মাণ করার সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন।

স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডা. একে আজাদ খান আজ সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। এই প্রতিবেদনে দেশের সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে এমন সুপারিশ করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ‘দেশব্যাপী একটি জরুরি চিকিৎসা পরিকাঠামো প্রতিষ্ঠা করতে হবে এবং সকল স্তরের মানুষের যত্নের জন্য জরুরি পরিসবার অবকাঠামো উন্নত করতে হবে। যেখানে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, জরুরি রোগ নির্ণয়ের সুবিধা, জীবন রক্ষাকারী ওষুধের পর্যাপ্ত মজুদ এবং রোগীদের পর্যবেক্ষণে রাখার জন্য পর্যাপ্ত এবং উপযুক্ত ভৌত কাঠামো থাকবে।’ 

এতে আরও সুপারিশ করা হয়, জরুরি/ক্রিটিক্যাল কেয়ার সেবা পৃথক বিভাগ হিসাবে প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় প্রশিক্ষিত জনসম্পদ ও সরঞ্জাম দিয়ে কার্যকরী করতে হবে।

প্রতিবেদনে বলা হয়, মহাসড়কের কাছাকাছি অবস্থিত সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপযুক্ত জরুরি বিভাগ/কার্যকরী ট্রমা সেন্টার এবং প্রতিটি ট্রমা সেন্টারে রক্ত সঞ্চালনের ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্স থাকতে হবে। 

এছাড়াও প্রতিটি হাসপাতালে নারীর প্রতি সহিংসতা জনিত সেবার জন্য সকল উপকরণসহ  ৫ শয্যা বিশিষ্ট একটি করে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার করতে হবে। একই সাথে দুর্ঘটনার শিকার মানুষের প্রাথমিক সেবা দেওয়ার জন্য প্রতিটি থানার পুলিশ সদস্যদেরকে প্রশিক্ষণ দিতে হবে এবং এ জন্য থানায় প্রয়োজনীয় উপকরণাদীর সার্বক্ষণিক ব্যবস্থার সুপারিশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় এনসিপির জুলাই পদযাত্রা বাস্তবায়নে ৬ সেল গঠন
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন মো. জাহাঙ্গীর কবির
গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে : নাহিদ ইসলাম
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনঃনির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
সাবেক সিইসি শামসুল হুদার দাফন সম্পন্ন
জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
উপজেলা পর্যায়ে অধঃস্তন আদালত সম্প্রসারণে একমত রাজনৈতিক দলগুলো : আলী রীয়াজ
বাংলাদেশ নারী দলকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
১০