দেশব্যাপী জরুরি চিকিৎসা পরিকাঠামো প্রতিষ্ঠার সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৯:১৬

ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস): দেশের প্রতিটি হাসপাতালের জরুরি বিভাগকে সহজে, জরুরি এবং দক্ষভাবে সেবা দেয়ার সুবিধার জন্য পুনঃনকশা করে পুনঃনির্মাণ করার সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন।

স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডা. একে আজাদ খান আজ সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। এই প্রতিবেদনে দেশের সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে এমন সুপারিশ করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ‘দেশব্যাপী একটি জরুরি চিকিৎসা পরিকাঠামো প্রতিষ্ঠা করতে হবে এবং সকল স্তরের মানুষের যত্নের জন্য জরুরি পরিসবার অবকাঠামো উন্নত করতে হবে। যেখানে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, জরুরি রোগ নির্ণয়ের সুবিধা, জীবন রক্ষাকারী ওষুধের পর্যাপ্ত মজুদ এবং রোগীদের পর্যবেক্ষণে রাখার জন্য পর্যাপ্ত এবং উপযুক্ত ভৌত কাঠামো থাকবে।’ 

এতে আরও সুপারিশ করা হয়, জরুরি/ক্রিটিক্যাল কেয়ার সেবা পৃথক বিভাগ হিসাবে প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় প্রশিক্ষিত জনসম্পদ ও সরঞ্জাম দিয়ে কার্যকরী করতে হবে।

প্রতিবেদনে বলা হয়, মহাসড়কের কাছাকাছি অবস্থিত সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপযুক্ত জরুরি বিভাগ/কার্যকরী ট্রমা সেন্টার এবং প্রতিটি ট্রমা সেন্টারে রক্ত সঞ্চালনের ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্স থাকতে হবে। 

এছাড়াও প্রতিটি হাসপাতালে নারীর প্রতি সহিংসতা জনিত সেবার জন্য সকল উপকরণসহ  ৫ শয্যা বিশিষ্ট একটি করে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার করতে হবে। একই সাথে দুর্ঘটনার শিকার মানুষের প্রাথমিক সেবা দেওয়ার জন্য প্রতিটি থানার পুলিশ সদস্যদেরকে প্রশিক্ষণ দিতে হবে এবং এ জন্য থানায় প্রয়োজনীয় উপকরণাদীর সার্বক্ষণিক ব্যবস্থার সুপারিশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
মাদ্রাসা শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছে ঢাকা আলিয়া মাদ্রাসা: ধর্ম উপদেষ্টা
কুমিল্লায় পালিত হচ্ছে মহানবমী, কাল বিসর্জন
ময়মনসিংহে শারদীয় দূর্গোৎসবের মহানবমী উদযাপিত
ফিলিপাইনের ভূমিকম্পে অন্তত ৬০ জনের বেশি প্রাণহানি 
ইন্দোনেশিয়ায় মাদ্রাসার ভবন ধসে আটকে পড়া সন্তানদের জন্য উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা 
এফবিআই পরিচালক ক্যাশ নিউজিল্যান্ডের কর্মকর্তাদের অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়েছেন
গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ ধর্মঘট
ভোলা উপকূলে নদনদী উত্তাল, ঝড়
পূজামণ্ডপ পরিদর্শনে খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার
১০