থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার 

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ২১:১৩
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস): দুরারোগ্য ব্যাধি থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন, গণমাধ্যম, অভিভাবকসহ সচেতন নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করছে জেনে আমি আনন্দিত।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তস্বল্পতাজনিত দুরারোগ্য ব্যাধি। বাংলাদেশে এই রোগের বাহকের সংখ্যা অনেক। স্বামী-স্ত্রী উভয়ই থ্যালাসেমিয়ার জীনবাহক হলে সন্তান থ্যালাসেমিয়া রোগী হওয়ার আশঙ্কা থাকে। তাই বিয়ের পূর্বে নারী-পুরুষ উভয়ই এই রোগের বাহক কিনা তা জেনে নেওয়া জরুরি। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।’

তিনি বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। সারা দেশের হাসপাতালগুলোর মান ও সক্ষমতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও পুষ্টি সেবা প্রদানের কার্যক্রম আরো জোরদার করা হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে মোবাইল ফোন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে চিকিৎসা সেবা চালু করা হয়েছে। 

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, জনগণের দোরগোড়ায় সুলভ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যখাতের টেকসই সংস্কারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর।

প্রধান উপদেষ্টা বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানে ড্রোন হামলা ও বোমাবর্ষণে ৩৩ জন নিহত
কিশোরগঞ্জে খাদ্য সামগ্রী উৎপাদনকারী তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
এনসিপির মিছিলকে ঘিরে অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
কোকো’র কবর জিয়ারত করলেন ডা. জোবাইদা রহমান
সিলেট সীমান্তে নিরাপত্তা জোরদার
রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪৭ জন হাসপাতালে ভর্তি
১০