সরকার উন্নয়ন কাজ অব্যাহতভাবে চালিয়ে যেতে বদ্ধপরিকর : পার্বত্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১৫:০৭
রাঙামাটিতে বৈশাখী পূর্ণিমার এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ছবি: পিআইডি

রাঙ্গামাটি, ৯ মে, ২০২৫ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, সরকার দেশের সম্পদ বিনষ্ট রোধ ও ব্যাপক অপচয় রোধসহ উন্নয়ন কাজ অব্যাহতভাবে চালিয়ে যেতে বদ্ধপরিকর।

শুক্রবার রাঙ্গামাটি জেলা সদরের রাজবন বিহার কমপ্লেক্স ভবনে বৈশাখী পূর্ণিমার ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে ধর্মীয় উপাসকগণের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন।

সুপ্রদীপ চাকমা  বলেন, সরকার  দেশে কর্মসংস্থানের ব্যবস্থা  ও আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায়।

তিনি  বলেন, আমাদের সরকার ক্ষতিকর ও দুষ্টচক্রের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে চায়।

উপদেষ্টা আরো বলেন, যারা সৎকর্ম  করেন ও কীর্তিমান তাদের মৃত্যু নাই। তিনি বলেন, আমরা সৎকর্ম করব, পরজীবনে অবশ্যই শান্তি ভোগ করবো। একজন মানুষের জন্ম, জ্ঞান-প্রজ্ঞা ও মৃত্যু তখনই সার্থক হয়, যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল প্রাণীর মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করা হয়।

ধর্মীয় উৎসবে সদ্যপ্রয়াত নবারুণ চাকমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। নবারুণ-এর মৃত্যুতে স্মরণ সভায় উপদেষ্টা বলেন, মানুষের জীবন কর্ম, জ্ঞান ও মৃত্যু সবকিছুই স্মরণ উৎসবে আলোচনা হয়ে থাকে। কাজেই যিনি যেমন কর্ম করবেন ঠিক তেমনি ফল ভোগ করবেন। নিজের কল্যাণে, দেশের কল্যাণে নিজেকে পাপাচার কাজ থেকে বিরত রাখতে হবে। তিনি সকলকে ভাল কর্মে নিয়োজিত থাকার জন্য আহ্বান জানান।

উপদেষ্টা বৌদ্ধ ধর্মাবলম্বীদের মঙ্গল কামনায় নিজে দান দাতব্য প্রদান করেন। পরে তিনি প্রার্থনায় যোগ দেন। প্রার্থনায় সৎকর্ম, সৎ চিন্তা ও মৈত্রীর প্রসার লাভসহ সকল প্রাণীর সুখ ও শান্তি কামনা করা হয়। এই সময় উপদেষ্টার সহধর্মিনী নন্দিতা চাকমা তার সঙ্গে ছিলেন।

বৈশাখী পূর্ণিমার ধর্মীয় অনুষ্ঠানের স্মরণ সভায় ত্রিপিটকের বক্তব্য পাঠ ও বুদ্ধের জীবন নিয়ে আলোচনা হয়।
আলোচনা সভায় রাজবন বিহারের ভিক্ষু সৌরজগৎ ভান্তে, মঙ্গল তিষ্য, দীপবংশ ভিক্ষু, ধম্যানু ভান্তে, মগ লায়ন ভিক্ষু বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পল্টন ট্রাজেডি উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী
দুদকের অভিযান : স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি খাতে অনিয়ম উদঘাটন
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
১০