জুলাই অভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা পূরণই এ সরকারের অন্যতম লক্ষ্য : উপদেষ্টা আসিফ মাহমুদ

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ১১:০০ আপডেট: : ১২ মে ২০২৫, ১৩:১২
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তীকালীন সরকারের  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘জুলাই অভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা পূরণই এ সরকারের অন্যতম লক্ষ্য। সন্ত্রাসী দল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা তারই অন্যতম অংশ।’

নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে এ কথাগুলো বলেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ অপর এক স্ট্যাটাসে বলেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন।’

তিনি বলেন, ‘এর চেয়ে কঠিন সত্য আর নেই। লড়াই যেন থামছেই না। রাজপথের লড়াইটা সামষ্টিক; জুলাইয়ের যোদ্ধাদের মিলনস্থলে পরিণত হওয়ায় একধরনের ভালো লাগার জায়গাও তৈরি হয়। মাঝে মাঝে মনে হয়, সব ছেড়ে রাজপথে নেমে যাই। সেটাই আমার জায়গা—যা করতে আমি অভ্যস্ত এবং যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করি। তবুও ছেড়ে দেওয়ার চিন্তা মাথায় আসলেও থেকে যেতে হয় গণ-অভ্যুত্থানের পাহারাদার হয়ে। জুলাইয়ের ছাত্র-জনতার আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য। আমাদের এই লড়াইটা হয়তো দেখা যায় না, শোনা যায় না।’

আসিফ মাহমুদ বলেন, ‘সরকারে থাকা যেন এখন দু’ধারী তলোয়ারের ওপর দাঁড়িয়ে থাকা। সরকার কোনো ভুল করলে, সেটা আমাদের এখতিয়ারের মধ্যে না পড়লেও জনতার কাঠগড়ায় আমাদেরই দাঁড় করানো হয়। আবার ছাত্র-জনতা মাঠে নামলে রাষ্ট্রীয় ক্ষমতার ভরকেন্দ্রগুলো আমাদের সন্দেহের চোখে দেখে, টার্গেট করে। স্টাবলিশমেন্ট মনে করে-এই কাজ আমরা করছি। তাছাড়া, ক্ষমতার বিভিন্ন ভরকেন্দ্রের সঙ্গে ‘জুলাই’ প্রশ্নে আপোস না করায় আমরা তাদের চক্ষুশূল হয়ে উঠেছি-এটাও একপ্রকার বোনাস!’

জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক উপদেষ্টা  আসিফ মাহমুদ বলেন, ‘রাষ্ট্র একটি বিশাল এবং জটিল পরিসর। এখানে কিছু বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তবে স্বস্তির বিষয় হলো-এই উপদেষ্টা পরিষদ, অনেক বাধা আসলেও, দিনশেষে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নিচ্ছে, জনরায়ের বাস্তবায়নে সচেষ্ট হচ্ছে। যতদিন এটা পারবে, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে থাকবে, গণ-অভ্যুত্থানের কণ্ঠস্বরকে যথাযথ গুরুত্ব দেবে-ততদিনই আমি আছি। যদি শহীদদের পক্ষ ছেড়ে দিই, তবে আমার এখানে আর কাজ নেই।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রক্রিয়া জুলাই জনতার আরেকটি বিজয়। স্টাবলিশমেন্টে যারা এখনও আওয়ামী-সিমপ্যাথাইজার-তারা সতর্ক হোন। সামান্য অসতর্কতা আপনাদের পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে। জুলাইকে মেনে না নিয়ে এই দেশে শান্তিতে থাকার কোনো সুযোগ নেই।’

অপর এক পোস্টে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালানোর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের নেতৃত্বে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিপোর্ট দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে উক্ত কমিশনকে। এই ঘটনায় জড়িত সকলকে শাস্তির আওতায় আনবে সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চীনের নানজিং ইউনিভার্সিটির সঙ্গে ঢাবি’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত
খাদ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রতিনিধিদলের বৈঠক
পটুয়াখালীতে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু 
সরকারি অর্থ ব্যয়ে অপচয় কমাতে হবে : দুদক চেয়ারম্যান
২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৬৬৫
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে ইউজিসি
আঞ্চলিক অর্থনৈতিক সংহতি এবং নেপালের সঙ্গে জলবিদ্যুৎ সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারকদের যোগদান আজ
মে মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
তাপদাহে নদীর পানি দিয়ে নিজ কার্যালয় শীতল রাখছে জাতিসংঘ
১০