খাদ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রতিনিধিদলের বৈঠক

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ১৭:২৭
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে তার অফিস কক্ষে আজ জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুছি তোমোহিদের নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠক করে। ছবি: পিআইডি

ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস): খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে তার অফিস কক্ষে আজ জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকার) প্রধান প্রতিনিধি ইচিগুছি তোমোহিদের নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠক করেছে।

বৈঠকে বাংলাদেশে জাইকার অর্থায়নে পরিচালিত ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভলপম্যান্ট প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্রুত প্রকল্পের পরিচালক এবং পরামর্শক নির্বাচনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। 

এছাড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল বৃদ্ধি, জাপান ও আসিয়ান দেশগুলোর মতো একক এবং সুবিন্যস্ত খাদ্য ব্যবসা লাইসেন্স ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হয়।

দশ বছর মেয়াদি ২ হাজার ৪০৯ কোটি ৭০ লাখ টাকার ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভলপম্যান্ট প্রজেক্টের আওতায় ঢাকায় একটি ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি, চট্টগ্রাম ও খুলনায় দুইটি খাদ্য পরীক্ষাগার, প্রশিক্ষণ ভবন নির্মাণসহ প্রয়োজনীয় সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের খাদ্য নিরাপত্তা পরীক্ষার সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে মর্মে বৈঠকে উল্লেখ করা হয়।

খাদ্য উপদেষ্টা জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট সকল পর্যায়ে এক কথায় খাদ্য উৎপাদন হতে খাবার টেবিল পর্যন্ত খাদ্যকে জনগণের জন্য নিরাপদ করতে সমস্যাবলি ও চ্যলেঞ্জসমূহ চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

খাদ্য উপদেষ্টা ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভলপম্যান্ট প্রজেক্টে অর্থায়নে জন্য জাইকাকে ধন্যবাদ জানান এবং এই প্রজেক্টের সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের খাদ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

জাইকার পক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে 'খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা টাস্ক ফোর্স' গঠনের জন্য খাদ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়।

বৈঠকে জাইকার উর্দ্ধতন কর্মকর্তারা এবং খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ খাদ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় ২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা 
মাগুরায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
টাঙ্গাইলে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 
চাঁদপুরে কৃতি শিক্ষার্থীরা পেল বাইসাইকেল
চট্টগ্রামে ৫ মাছ ব্যবসায়ীকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্র জব্দ
চুয়াডাঙ্গায় সীমান্ত দিয়ে  ১২ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করল বিএসএফ
ভূমি প্রশাসনের উন্নয়নে প্রশিক্ষণ অপরিহার্য: সিনিয়র সচিব
সম্প্রীতির নীতি মানুষকে নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার করে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা 
পুরনো মামলা পুনঃনথিভুক্তিতে হত্যার পরিসংখ্যান বেড়েছে, অন্য অপরাধ কমেছে
১০