পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিতভাবে কাজ করবে ঢাকা ওয়াসা, রাজউক ও ডিএনসিসি

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৭:২৪

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস): ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা  আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেছেন, রাজধানীর গুলশান, বনানী এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত ভাবে কাজ করবে ঢাকা ওয়াসা, রাজউক এবং ডিএনসিসি।

আজ মঙ্গলবার বনানী লেকের পাড়ে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় ডিএনসিসি কর্তৃক নির্মিত সুষ্ঠু পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বনানী ১১ নম্বর সড়কের ব্রিজ থেকে কড়াইল বস্তির দিকে যেতে লেকের পাড়ের রাস্তাটা রাজউকের সম্পত্তি। তারা এখানে একটা ড্রেনেজ নির্মাণ করতে ডিএনসিসিকে অনুরোধ করেছে। ডিএনসিসি খুব দ্রুত সময়ের মধ্যে এই ড্রেনেজ নির্মাণ করবে।

ডিএনসিসির প্রধান নির্বাহী জানান, ইতোমধ্যে ইউনিসেফের সহায়তায় ডিএনসিসি তিনটি সুষ্ঠু পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণ করেছে। এ মাসের মধ্যে এগুলো পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে। কোনো প্রকারে রাসায়নিক দ্রব্য ছাড়া ন্যাচারবেজ-এই প্রযুক্তি সঠিকভাবে কাজ করলে ডিএনসিসির বিভিন্ন এলাকায় আরও এ রকম প্ল্যান্ট স্থাপন করা হবে।

নিজ নিজ বাড়ির পয়ঃবর্জ্য নিষ্কাশন সংযোগ সরাসরি সিটি কর্পোরেশনের স্টোম ড্রেনেজে না ফেলার জন্য তিনি শহরের বাড়িওয়ালাদের প্রতি অনুরোধ করেন। যে-সব জায়গায় ঢাকা ওয়াসার পয়ঃবর্জ্য নিষ্কাশন নেটওয়ার্ক নেই তারা যেন বাড়িতে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম, ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা এবং গুলশান-বনানী সোসাইটির প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০