চিকিৎসক-সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৯:০০
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  উপদেষ্টা নূরজাহান বেগম। ফাইল ছবি

ঢাকা,  ১৩ মে, ২০২৫ (বাসস) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, পেশাগত মর্যাদা ও কর্মপরিবেশ উন্নয়নের অংশ হিসেবে ৭ হাজার চিকিৎসককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাবনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) ৫২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।  

এ সময় তিনি বলেন, আমরা চিকিৎসকদের পেশাদারিত্ব ও আত্মত্যাগকে আমরা মূল্য দিই। দীর্ঘদিন ধরে অনেক চিকিৎসক তাদের ন্যায্য পদোন্নতি ও বেতন কাঠামো পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন। তাদের দাবি বিবেচনায় নিয়ে সরকার বড় পরিসরে পদোন্নতির উদ্যোগ নিয়েছে। আমরা চাই চিকিৎসকরা উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করুন, আর সেজন্য প্রয়োজন উপযুক্ত স্বীকৃতি ও প্রণোদনা। এ পদক্ষেপ চিকিৎসকদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে এবং সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালনে আরও আগ্রহী করে তুলবে।

গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক চিকিৎসক সময়মতো হাসপাতালে যান না, এটা খুবই দুঃখজনক। রোগীদের জন্য সহজ ও নির্বিচারে সেবা নিশ্চিত করতে হলে চিকিৎসকদের পেশাগত আচরণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সংস্কার আগে নিজের ভেতর থেকে শুরু করতে হবে, তারপরই স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো সম্ভব হবে। না হলে শুধু রাজা বদল হবে, অবস্থার কোনো পরিবর্তন হবে না। আগের মতোই সব থেকে গেলে বা নিজেদের আন্তরিকতা ও একাগ্রতা না থাকলে হাজার বার সরকার পরিবর্তন করেও লাভ হবে না। আমাদের যেখানে চিকিৎসক নেই, সেখানে চুক্তিভিত্তিক নিয়োগ দেব। তবে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হবে সেটা পালন করুন। যেখানে যেতে বলি, যেতে হবে। প্রয়োজনে বেতন বেশি দেবো। গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে এখনো ভালো চিকিৎসকের সংকট রয়েছে। যারা অভিজ্ঞ, তাদেরই সেসব এলাকায় যেতে হবে। প্রয়োজনে বেতন বাড়িয়ে তাদের সেখানে পাঠাতে হবে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

চক্ষু চিকিৎসকদের প্রশংসা করে নূরজাহান বেগম বলেন, জুলাইয়ে আহত চক্ষু রোগীদের দেখতে বিভিন্ন দেশের চিকিৎসক এসেছেন। তারা আমাদের চিকিৎসকদের চিকিৎসাকে পারফেক্ট বলেছেন। আমি গর্ববোধ করেছি। আল্লাহর শুকরিয়া আদায় করেছি।

বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন প্রমুখ। 

তিন দিনব্যাপী এই সম্মেলনে দেশি-বিদেশি চক্ষু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। 

আয়োজকরা জানান, এই সম্মেলন দেশের চক্ষু চিকিৎসা খাতে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক
অর্থনৈতিক বার্তা ছড়িয়ে দিতে দেশজুড়ে সফরের পরিকল্পনা ট্রাম্পের
শিশুদের ইনডোর জীবনযাপনে মায়োপিয়ার ঝুঁকি বাড়ছে: অধ্যাপক ডা. মনিরুজ্জামান
উত্তরার মুগ্ধমঞ্চে সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
বিশ্ব ডায়াবেটিস দিবস কাল
ডেঙ্গু আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩
ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
কৃষি যান্ত্রিকীকরণের ফলে কম সময় ও খরচে উৎপাদন বেড়েছে: সিলেটে কর্মশালায় বক্তারা
ঢাকাসহ ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
১০