সংসদ সদস্যের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করার আবেদন

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৮:৫৩
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস): গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন করে সংসদ সদস্য প্রার্থী হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর আবেদন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর এ আবেদন করেন।

আবেদনের বিষয়টি বাসসকে আজ জানান আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।

আবেদনে বলা হয়েছে, নির্বাচিত সংসদ সদস্যরা বাংলাদেশে আইন প্রণয়ন করেন। তাই এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অতীব জরুরি। কিন্তু গণপ্রতিনিধি আইনে একজন সংসদ সদস্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিধান রাখা হয়নি। ফলে বিভিন্ন সময়ে আইন প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হয়। ফলে আইনি শাসন প্রতিষ্ঠা ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন করে সংসদ সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করা একান্ত আবশ্যক।

গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন করে সংসদ সদস্য প্রার্থী হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তরার মুগ্ধমঞ্চে সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
বিশ্ব ডায়াবেটিস দিবস কাল
ডেঙ্গু আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩
ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
কৃষি যান্ত্রিকীকরণের ফলে কম সময় ও খরচে উৎপাদন বেড়েছে: সিলেটে কর্মশালায় বক্তারা
ঢাকাসহ ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি
নেপালের সাথে বাংলাদেশের হতাশাজনক ড্র
ছয়টি বিনিয়োগ সংস্থার একীভূতকরণ প্রস্তাব পরীক্ষা করতে কমিটি গঠন
১০