সংসদ সদস্যের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করার আবেদন

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৮:৫৩
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস): গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন করে সংসদ সদস্য প্রার্থী হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর আবেদন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর এ আবেদন করেন।

আবেদনের বিষয়টি বাসসকে আজ জানান আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।

আবেদনে বলা হয়েছে, নির্বাচিত সংসদ সদস্যরা বাংলাদেশে আইন প্রণয়ন করেন। তাই এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অতীব জরুরি। কিন্তু গণপ্রতিনিধি আইনে একজন সংসদ সদস্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিধান রাখা হয়নি। ফলে বিভিন্ন সময়ে আইন প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হয়। ফলে আইনি শাসন প্রতিষ্ঠা ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন করে সংসদ সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করা একান্ত আবশ্যক।

গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন করে সংসদ সদস্য প্রার্থী হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের
কাতারের ওপর ইসরাইলের হামলায় জামায়াতের নিন্দা
নেপালে আটকে পড়া জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে তৎপর সরকার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৭৫১ জন গ্রেফতার
আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক
রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২৪ জমা
চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন গ্রেফতার 
নেপালে আটকে পড়া বিমান যাত্রীদের জরুরি যোগাযোগের তথ্য প্রকাশ করেছে দূতাবাস
১০