সংসদ সদস্যের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করার আবেদন

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৮:৫৩
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস): গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন করে সংসদ সদস্য প্রার্থী হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর আবেদন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর এ আবেদন করেন।

আবেদনের বিষয়টি বাসসকে আজ জানান আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।

আবেদনে বলা হয়েছে, নির্বাচিত সংসদ সদস্যরা বাংলাদেশে আইন প্রণয়ন করেন। তাই এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অতীব জরুরি। কিন্তু গণপ্রতিনিধি আইনে একজন সংসদ সদস্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিধান রাখা হয়নি। ফলে বিভিন্ন সময়ে আইন প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হয়। ফলে আইনি শাসন প্রতিষ্ঠা ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন করে সংসদ সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করা একান্ত আবশ্যক।

গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন করে সংসদ সদস্য প্রার্থী হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ন্যায় বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
ট্রাম্পের শুল্কনীতি মূল্যস্ফীতিতে বিরূপ প্রভাব ফেলবে: ফেড কর্মকর্তার সতর্কতা
ঢাবি ছাত্র সাম্য-আবু বকর খুনের ঘটনায় বিচারিক তদন্ত ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
জুলাই গণঅভ্যুত্থান: জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল ঘোষণায় হাইকোর্টের রুল
ই-জিপি’র ১০০ শতাংশ কাভারেজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: পরিকল্পনা উপদেষ্টা
গাজা সিটির একটি এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর
মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের চিন্তা ইইউ, জাপান, ভারতের
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ২য় সভা অনুষ্ঠিত
পুতিনের সঙ্গে ইউক্রেন ইস্যুতে তুরস্কে বৈঠকে বসার 'সম্ভাবনা আছে’: বললেন ট্রাম্প
ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালকের জন্য ৫০ হাজার টাকা অনুদান ও চাকরির ব্যবস্থা করেছে ডিএনসিসি
১০