ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস): ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার বায়ুদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়ন এবং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের দ্বিতীয় সভায় সিটি কর্পোরেশনের ময়লা ও রাস্তা পরিষ্কারের জন্য আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় বায়ুদূষণ রোধ এবং পরিবেশ সুরক্ষায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্ম পরিকল্পনা প্রণয়নেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া, অনাবৃত স্থান দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব বৃক্ষ দ্বারা আচ্ছাদন করা হবে। এক্ষেত্রে বৃক্ষরোপণের জন্য সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তরের আরবরি কালচার, আর্মড ফোর্সেস ডিভিশন ও ডিএমপির প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরীক্ষামূলকভাবে ৪টি রাস্তার অনাবৃত স্থান ঘাস দ্বারা আচ্ছাদনের জন্য পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ সকল বৃক্ষ পরিচর্যার জন্য যুব প্রতিনিধি ও সিভিল সোসাইটির সদস্যকে দায়িত্ব প্রদান এবং ভালো পরিচর্যাকারীকে বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে প্রণোদনা ও পুরস্কার প্রদান করা হবে।
ধূলিদূষণ রোধে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন দুই বা ততোধিক বার পানি ছিটানো হবে। নগরবাসীর দুর্ভোগ দূরীকরণে ঝাড়ু দেওয়া এবং কঠিন বর্জ্য পরিবহনের সময়সূচি নির্ধারণ করা হবে। বালু ট্রাকে উন্মুক্তভাবে পরিবহন না করে ব্যাগ বা বস্তায় ভরে পরিবহন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২০২৫ সালের মধ্যে রাস্তা ব্যতীত সরকারি সকল নির্মাণ কাজে ইটের পরিবর্তে ব্লক ব্যবহার নিশ্চিত করা হবে। বর্জ্য উন্মুক্তভাবে না পোড়ানো এবং নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাঠ্যপুস্তকে পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতা ও ভূমিকা শীর্ষক একটি অধ্যায় অন্তর্ভুক্তিকরণ এবং স্ক্র্যাপিং নীতিমালা দ্রুত চূড়ান্ত করা হবে। মসজিদে জুম্মার খুতবার আগে পবিত্রতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক বক্তব্য প্রদানের নির্দেশনা প্রদান করা হবে।
শুষ্ক মৌসুমে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার বায়ুদূষণ রোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টাদের উপস্থিতিতে গত ১২ ডিসেম্বর এক আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ টাস্কফোর্স গঠন করা হয়।