কক্সবাজারে ৫ হাজার রোহিঙ্গার মাঝে চীনের পোশাক বিতরণ

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ২০:৫৮
ঢাকায় চীনা দূতাবাস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিআরসিএস) যৌথভাবে কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে। ছবি: বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস): ঢাকায় চীনা দূতাবাস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিআরসিএস) যৌথভাবে কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে, যা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রতি চীনের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

চীনা অর্থায়নে পরিচালিত এই উদ্যোগের আওতায়, বিআরসিএস ৫ হাজারেরও বেশি বাস্তুচ্যুত ব্যক্তিকে প্রয়োজনীয় পোশাক এবং টেক্সটাইল সামগ্রী সরবরাহ করেছে, চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

এই সহায়তার মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী বাংলাদেশি পোশাক, স্কার্ফ, স্যান্ডেল এবং সেলাই মেশিন।

মঙ্গলবার রোহিঙ্গা শিবিরে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন এবং মিনিস্টার কাউন্সেলর ড. লিউ ইউয়িন এবং বিআরসিএস জাতীয় সদর দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান।

বিতরণের পর, ড. লিউ রোহিঙ্গা শিবিরের কিছু অংশ পরিদর্শন করেন এবং রেড ক্রিসেন্ট কর্মকর্তা এবং শিবিরের বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন।

তিনি রোহিঙ্গা জনগণের প্রতি চীনের সংহতি প্রকাশ করেন এবং বাংলাদেশে মানবিক প্রচেষ্টার প্রতি বেইজিংয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

কর্মকর্তারা বলেন, এই প্রকল্পটি মানবিক সহায়তা এবং উন্নয়ন সহায়তার মাধ্যমে রোহিঙ্গা সংকট মোকাবেলায় চীন ও বাংলাদেশের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ।

চীনা দূতাবাস জানিয়েছে, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার জন্য চীন আঞ্চলিক ও বহুপাক্ষিক আলোচনায় নিয়োজিত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০