কক্সবাজারে ৫ হাজার রোহিঙ্গার মাঝে চীনের পোশাক বিতরণ

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ২০:৫৮
ঢাকায় চীনা দূতাবাস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিআরসিএস) যৌথভাবে কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে। ছবি: বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস): ঢাকায় চীনা দূতাবাস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিআরসিএস) যৌথভাবে কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে, যা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রতি চীনের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

চীনা অর্থায়নে পরিচালিত এই উদ্যোগের আওতায়, বিআরসিএস ৫ হাজারেরও বেশি বাস্তুচ্যুত ব্যক্তিকে প্রয়োজনীয় পোশাক এবং টেক্সটাইল সামগ্রী সরবরাহ করেছে, চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

এই সহায়তার মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী বাংলাদেশি পোশাক, স্কার্ফ, স্যান্ডেল এবং সেলাই মেশিন।

মঙ্গলবার রোহিঙ্গা শিবিরে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন এবং মিনিস্টার কাউন্সেলর ড. লিউ ইউয়িন এবং বিআরসিএস জাতীয় সদর দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান।

বিতরণের পর, ড. লিউ রোহিঙ্গা শিবিরের কিছু অংশ পরিদর্শন করেন এবং রেড ক্রিসেন্ট কর্মকর্তা এবং শিবিরের বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন।

তিনি রোহিঙ্গা জনগণের প্রতি চীনের সংহতি প্রকাশ করেন এবং বাংলাদেশে মানবিক প্রচেষ্টার প্রতি বেইজিংয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

কর্মকর্তারা বলেন, এই প্রকল্পটি মানবিক সহায়তা এবং উন্নয়ন সহায়তার মাধ্যমে রোহিঙ্গা সংকট মোকাবেলায় চীন ও বাংলাদেশের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ।

চীনা দূতাবাস জানিয়েছে, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার জন্য চীন আঞ্চলিক ও বহুপাক্ষিক আলোচনায় নিয়োজিত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
কোনো মামলায় পলাতক আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না
ভৈরবে ২১ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
প্রকৃত ভাতাভোগীদের ডাটাবেজ তৈরি করতে হবে : সমাজকল্যাণ উপদেষ্টা
বিএনপির সঙ্গে নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসির বৈঠক
১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
বেনিনে বিরোধী দলীয় নেতার প্রেসিডেন্ট প্রার্থীতা বাতিল
নীতি ও আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যের প্রয়োজন : মুফতি ফয়জুল করীম
চরফ্যাশনে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ
ভূমিসেবা স্বয়ংক্রিয়করণ একটি যুগোপযোগী পদক্ষেপ : ভূমি সচিব
১০