লুটপাটের অর্থ ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৬:০৫
আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের অগ্রগতি নিয়ে এক সভায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

ঢাকা, ১৯ মে ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস লুটপাট হওয়া সম্পদ ও অর্থ পুনরুদ্ধারের পর সেই সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে একটি তহবিল গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘লুটপাট হওয়া অর্থ ব্যবস্থাপনার জন্য একটি তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা, যা জনকল্যাণে ব্যবহার করা হবে।’

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের অগ্রগতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, এই তহবিল বর্তমান আইন অনুযায়ী গঠিত হবে। তবে প্রয়োজনে তহবিল গঠনের জন্য আইন সংশোধন করা হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, ‘আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই তহবিল গঠন করা সম্ভব হবে। তবে পরবর্তী নির্বাচিত সরকারকে তা চালিয়ে নিতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেরোবিকে শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান প্রশাসন কাজ করছে: রেজিস্ট্রার
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ফোন করবেন ট্রাম্প
মহামারি প্রতিরোধে চুক্তি গ্রহণ করুন : ডব্লিউএইচও প্রধানের আহ্বান
ক্লাব বিশ্বকাপে সিটির হয়ে ডি ব্রুইনার খেলার সম্ভাবনা কম
প্রাক-মৌসুমে দক্ষিণ কোরিয়া সফরে যাবে টটেনহ্যাম
ভোলায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ 
দিল্লির বড় হারের ম্যাচে ব্যর্থ মুস্তাফিজ
ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে কখনও আপস নয়: নজরুল ইসলাম খান
৩৪তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন, সম্পাদক জুয়েল
গাজায় ৩০০ জনেরও বেশি জাতিসংঘ কর্মী নিহত
১০