ঢাকায় টার্কিশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৬:২৩ আপডেট: : ২০ মে ২০২৫, ১৬:৩৫
পাখির ধাক্কায় টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট ‘টিকে-৭১৩' এর ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। ছবি: সংগৃহীত

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : পাখির ধাক্কায় ইস্তাম্বুলগামী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) থেকে উড্ডয়নের পরপরই জরুরি অবতরণ করেছে । এতে ২৮০ জন যাত্রী ছিলেন।

তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর ‘টিকে-৭১৩’ আজ সকাল ৭টা ৯ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই ডান দিকের ইঞ্জিনে ধোঁয়া দেখা যায়। ধোঁয়ার উৎস ছিল পাখির ধাক্কা। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। সকাল ৮টা ১ মিনিটে নিরাপদে ঢাকায় ফিরে আসে ফ্লাইটটি।

এইচএসআইএ-এর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফ্লাইটে থাকা সকল যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যাত্রীদের নিকটবর্তী হোটেলে রাখা হয়েছে। একই সঙ্গে বিকল্প ফ্লাইটে তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থাও করা হচ্ছে।

এদিকে, টার্কিশ এয়ারলাইন্সের ঢাকা অফিস এক বিবৃতিতে জানায়, উড্ডয়নের কিছু পরেই বিমানের দ্বিতীয় ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে। ফলে বিমানটি ফিরে আসতে বাধ্য হয়।

তারা আরও জানায়, যাত্রী, ক্রু ও বিমান সবই নিরাপদে রয়েছে। বিমান মেরামতের কাজ চলছে। কিছুটা সময় লাগবে। যাত্রীদের বিশ্রামের কথা বিবেচনা করে হোটেলে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন
বাতিল হচ্ছে ১২৮ জুলাই যোদ্ধার গেজেট 
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
১০