ঢাকায় টার্কিশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৬:২৩ আপডেট: : ২০ মে ২০২৫, ১৬:৩৫
পাখির ধাক্কায় টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট ‘টিকে-৭১৩' এর ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। ছবি: সংগৃহীত

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : পাখির ধাক্কায় ইস্তাম্বুলগামী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) থেকে উড্ডয়নের পরপরই জরুরি অবতরণ করেছে । এতে ২৮০ জন যাত্রী ছিলেন।

তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর ‘টিকে-৭১৩’ আজ সকাল ৭টা ৯ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই ডান দিকের ইঞ্জিনে ধোঁয়া দেখা যায়। ধোঁয়ার উৎস ছিল পাখির ধাক্কা। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। সকাল ৮টা ১ মিনিটে নিরাপদে ঢাকায় ফিরে আসে ফ্লাইটটি।

এইচএসআইএ-এর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফ্লাইটে থাকা সকল যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যাত্রীদের নিকটবর্তী হোটেলে রাখা হয়েছে। একই সঙ্গে বিকল্প ফ্লাইটে তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থাও করা হচ্ছে।

এদিকে, টার্কিশ এয়ারলাইন্সের ঢাকা অফিস এক বিবৃতিতে জানায়, উড্ডয়নের কিছু পরেই বিমানের দ্বিতীয় ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে। ফলে বিমানটি ফিরে আসতে বাধ্য হয়।

তারা আরও জানায়, যাত্রী, ক্রু ও বিমান সবই নিরাপদে রয়েছে। বিমান মেরামতের কাজ চলছে। কিছুটা সময় লাগবে। যাত্রীদের বিশ্রামের কথা বিবেচনা করে হোটেলে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
গুণগতমান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্নের নির্দেশ সেতু সচিবের
নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
শ্রমিক জাগরণের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সফল করতে শিমুল বিশ্বাসের আহবান
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭টি মামলা নিষ্পত্তি
দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও তুরস্ক আলোচনা
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
১০