ঢাকায় টার্কিশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৬:২৩ আপডেট: : ২০ মে ২০২৫, ১৬:৩৫
পাখির ধাক্কায় টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট ‘টিকে-৭১৩' এর ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। ছবি: সংগৃহীত

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : পাখির ধাক্কায় ইস্তাম্বুলগামী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) থেকে উড্ডয়নের পরপরই জরুরি অবতরণ করেছে । এতে ২৮০ জন যাত্রী ছিলেন।

তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর ‘টিকে-৭১৩’ আজ সকাল ৭টা ৯ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই ডান দিকের ইঞ্জিনে ধোঁয়া দেখা যায়। ধোঁয়ার উৎস ছিল পাখির ধাক্কা। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। সকাল ৮টা ১ মিনিটে নিরাপদে ঢাকায় ফিরে আসে ফ্লাইটটি।

এইচএসআইএ-এর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফ্লাইটে থাকা সকল যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যাত্রীদের নিকটবর্তী হোটেলে রাখা হয়েছে। একই সঙ্গে বিকল্প ফ্লাইটে তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থাও করা হচ্ছে।

এদিকে, টার্কিশ এয়ারলাইন্সের ঢাকা অফিস এক বিবৃতিতে জানায়, উড্ডয়নের কিছু পরেই বিমানের দ্বিতীয় ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে। ফলে বিমানটি ফিরে আসতে বাধ্য হয়।

তারা আরও জানায়, যাত্রী, ক্রু ও বিমান সবই নিরাপদে রয়েছে। বিমান মেরামতের কাজ চলছে। কিছুটা সময় লাগবে। যাত্রীদের বিশ্রামের কথা বিবেচনা করে হোটেলে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লা-২ আসন পুনর্বিন্যাসের দাবিতে এনসিপির সংবাদ সম্মেলন
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২০২ জন হাসপাতালে ভর্তি 
কমিউনিটি পার্টিসিপেশনে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে ডিএনসিসি: মোহাম্মদ এজাজ 
দুর্নীতি ও অপচয়ের কারণে সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারছি না: জ্বালানি উপদেষ্টা
নেত্রকোণায় কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত
সুনামগঞ্জে হাওরের ভাষা-সংস্কৃতির বৈচিত্র্য অন্বেষণ কর্মশালা
জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজন
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে ড্যাবের কর্মসূচি
সমাজকে রাজনীতির ঊর্ধ্বে রাখলে ধর্মীয় বিভাজন হবে না : টুকু
মানুষ নিরুপায় হয়ে চিকিৎসা নিতে বিদেশে যায়: আসিফ নজরুল 
১০