ঢাকায় টার্কিশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৬:২৩ আপডেট: : ২০ মে ২০২৫, ১৬:৩৫
পাখির ধাক্কায় টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট ‘টিকে-৭১৩' এর ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। ছবি: সংগৃহীত

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : পাখির ধাক্কায় ইস্তাম্বুলগামী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) থেকে উড্ডয়নের পরপরই জরুরি অবতরণ করেছে । এতে ২৮০ জন যাত্রী ছিলেন।

তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর ‘টিকে-৭১৩’ আজ সকাল ৭টা ৯ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই ডান দিকের ইঞ্জিনে ধোঁয়া দেখা যায়। ধোঁয়ার উৎস ছিল পাখির ধাক্কা। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। সকাল ৮টা ১ মিনিটে নিরাপদে ঢাকায় ফিরে আসে ফ্লাইটটি।

এইচএসআইএ-এর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফ্লাইটে থাকা সকল যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যাত্রীদের নিকটবর্তী হোটেলে রাখা হয়েছে। একই সঙ্গে বিকল্প ফ্লাইটে তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থাও করা হচ্ছে।

এদিকে, টার্কিশ এয়ারলাইন্সের ঢাকা অফিস এক বিবৃতিতে জানায়, উড্ডয়নের কিছু পরেই বিমানের দ্বিতীয় ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে। ফলে বিমানটি ফিরে আসতে বাধ্য হয়।

তারা আরও জানায়, যাত্রী, ক্রু ও বিমান সবই নিরাপদে রয়েছে। বিমান মেরামতের কাজ চলছে। কিছুটা সময় লাগবে। যাত্রীদের বিশ্রামের কথা বিবেচনা করে হোটেলে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দেবেন দুই বাংলাদেশি সাঁতারু
ভারতের প্রো কাবাডির নিলামের জন্য বাংলাদেশের ১০ খেলোয়াড় চূড়ান্ত
স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
সিলেটে ভারি বর্ষণে নগরে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা
জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা কাল শুরু
সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা উপ-কমিটি গঠন
পিএসএল খেলতে দেশ ছাড়লেন মিরাজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউট স্থানান্তর 
প্রবল বর্ষণে রংপুর মহানগরীর নিম্নাঞ্চল প্লাবিত
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল শুরু
১০