জুলাইযোদ্ধা হাসানের মরদেহ দেখতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৯:৩৭ আপডেট: : ২৪ মে ২০২৫, ১০:৩৪
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন শুক্রবার থাইল্যান্ডের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে জুলাই বিপ্লবী হাসানের মৃত্যুতে তার মা ও বোনকে সান্ত্বনা দেন। ছবি: পিআইডি

ঢাকা, ২৩ মে, ২০২৫ (বাসস) : জুলাইযোদ্ধা হাসানের মরদেহ দেখতে হাসপাতালে যান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শুক্রবার সকালে হাসান মারা যাওয়ার খবর পাওয়ার পর তিনি থাইল্যান্ডের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে ছুটে যান। এসময় থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজি ও শ্রম কাউন্সিলর ফাহাদ পারভেজ বসুনিয়া উপস্থিত ছিলেন।

ধর্ম উপদেষ্টা হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি হাসপাতালে উপস্থিত হাসানের মা ও বোনকে সান্ত্বনা দেন। পরে উপদেষ্টা হাসানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত হাসানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতাল পাঠানো হয়। শেষে তাকে সেদেশের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে স্থানান্তর করা হয়। এ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে হাসানের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ
ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৯২৩
শিল্প ও শিক্ষার যৌথ গবেষণায় নতুন যুগের সূচনা করলো খুলনা বিশ্ববিদ্যালয়
সিলেটের জনজীবনে প্রভাব ফেলতে পারেনি লক ডাউন
দেশে গণতন্ত্র ফেরাতে হলে নির্বাচনই একমাত্র বিকল্প : মির্জা ফখরুল
৫শ উইকেটের ক্লাবে তাইজুল
বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু আগামীকাল 
পুলিশ কর্মকর্তাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান 
নির্বাচিত সংসদ দেশের অনিষ্পন্ন সমস্যাগুলোর সমাধান করবে : ফখরুল
১০