কমিউনিটি ব্যাংক শুধু পুলিশের নয়, সাধারণ জনগণেরও: আইজিপি  

বাসস
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৯:৫৪ আপডেট: : ২৮ মে ২০২৫, ১৯:৫৭
ছবি: বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজ

ঢাকা, ২৮ মে, ২০২৫ (বাসস): পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম শেয়ার হোল্ডারগণের উদ্দেশ্যে বলেছেন, কমিউনিটি ব্যাংক শুধু পুলিশের নয়, এটি সাধারণ জনগণেরও ব্যাংক। 

পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে আজ আইজিপি এ কথা বলেন। 

সভায় ব্যাংকের ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ প্রদানের অনুমোদন দেয়া হয়।

কমিউনিটিভিত্তিক প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য উদ্ভাবনী ও যুগোপযোগী স্মার্ট ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে কমিউনিটি ব্যাংকের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

তিনি বলেন, কমিউনিটি ব্যাংকের প্রতিটি শাখা-উপ শাখায় পুলিশ সদস্যদের জন্য নির্ধারিত সার্ভিস ডেস্কের মাধ্যমে বিশেষায়িত সেবা প্রদান, প্রান্তিক গ্রাহকগণের জন্য প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবার প্রচলন এবং আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ব্যাংক আরও অধিকতর নজর অব্যাহত রাখবে।

সভায় অ্যাডিশনাল আইজি মো. মতিউর রহমান শেখ, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, অ্যাডিশনাল আইজি আবু হাসান মুহম্মদ তারিক, অ্যাডিশনাল আইজি গোলাম রসুল, অ্যাডিশনাল আইজি মো. তওফিক মাহবুব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাসির উদ্দীন গ্রেফতার
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
১০