শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু : আইন উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১০:২২ আপডেট: : ০১ জুন ২০২৫, ১৬:৩৮
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ফাইল ছবি

ঢাকা, ১ জুন, ২০২৫(বাসস) : আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই আন্দোলন নির্মূলে পরিচালিত নির্বিচারে গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

আইন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত টিম দিনরাত পরিশ্রম করে গণহত্যার বিচারের কাজ এগিয়ে নিচ্ছে।

শহীদ ওয়াসিমের বাবার একটি ছবি ফেসবুক পোস্টে আপলোড করে উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে প্রথম যারা প্রাণ দিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিম ছিলেন তাদের অন্যতম। আবু সাঈদ, মুগ্ধ আর ওয়াসিমের পরিবারের (এবং আমাদের সবার) বিচারের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।’

উপদেষ্টা আরো বলেন, ‘নির্বিচারে হত্যার অপরাধে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে। প্রসিকিউশন টিম কর্তৃক আন্তর্জাতিক অপরাধ আদালতে ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে এই বিচার শুরু হবে। বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করা হবে। আমাদের প্রসিকিউশন ও তদন্ত টিম দিনরাত পরিশ্রম করে গণহত্যার বিচারের কাজ এগিয়ে নিচ্ছে। আমরা এই বিচারে সকল ডিউ প্রসেস অনুসরণ করবো।

ইনশাল্লাহ, সুষ্ঠুভাবে বিচার করেই শেখ হাসিনা ও অন্যান্য অপরাধীদের দোষ প্রমাণ করা হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার, তার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। জাজ্জ্বল্যমান এসব অপরাধের বিচার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দশম ওয়েজ বোর্ড গঠন ও নবম ওয়েজ বোর্ড পূর্ণ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী সাংবাদিকদের সমাবেশ
বিএনপি ক্ষমতায় এলে বিদ্যুৎ খাতের ইনডেমনিটি আইন বাতিল করা হবে : রিজভী
বিগত তিনটি সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ বিষয়ে তদন্ত কমিশনে শুনানি শুরু  
সাদিকুরের সেঞ্চুরিতে প্রথম দিন চট্টগ্রামের সংগ্রহ ৪ উইকেটে ২৬০ রান
খুলনা-রাজশাহী ম্যাচের প্রথম দিনই বোলারদের দাপট
এবাদত-খালেদের তোপে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন বিপাকে ঢাকা বিভাগ
পটুয়াখালীতে বিএনপি’র পথসভা
চাঁদপুরে শিক্ষক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা সমাজ বদলের চেষ্টা করবে : জামায়াত আমির
সামাজিক মাধ্যমে যোগাযোগ বাড়াতে বিএনপির নতুন কমিটি
১০