কৃষি, প্রযুক্তি ও জ্বালানি খাতে যৌথ বাণিজ্যের সম্ভাবনা দেখছেন সফররত চীনা ব্যবসায়ীরা

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ২১:২৪
ছবি : বাসস

ঢাকা, ১ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশে কৃষি, প্রযুক্তি, জ্বালানি, ফিনটেক, অবকাঠামোসহ চামড়া ও চামড়াজাত পণ্যে যৌথ বাণিজ্যের সম্ভাবনা দেখছেন চীনের ব্যবসায়ীরা।

রোববার বিকেলে রাজধানীর মতিঝিলে ঢাকা সফররত চীনের ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সদস্যদের মধ্যে বিটুবি (বিজনেস টু বিজনেস) আলোচনায় এ সম্ভাবনার কথা উঠে আসে। এ সময়, সম্ভাবনাময় খাতে বিনিয়োগসহ বাংলাদেশের উদ্যোক্তাদের সঙ্গে জয়েন্ট-ভেঞ্চার ব্যবসায় আগ্রহ ব্যক্ত করেন চীনের ব্যবসায়ীরা।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র প্রশাসক মো. হাফিজুর রহমান।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, শিল্প বৈচিত্র্যকরণ এবং রপ্তানি সম্প্রসারণের জন্য বাংলাদেশ একটি আকর্ষণীয় বিজনেস হাব হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন সম্ভাবনাকে কাজে লাগানো এবং প্রবৃদ্ধিকে আরও গতিশীল করতে উভয় দেশকে যৌথভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি), ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ), গবেষণাসহ স্টার্ট-আপ ইকোসিস্টেম উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

এসময়, চীনের ব্যবসায়ী প্রতিনিধি দলের প্রধান এবং চায়না ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ফর দ্য প্রাইভেট সেক্টর (সিআইসিসিপিএস)-এর ভাইস চেয়ারম্যান চিয়াং চি জানান, ইতোমধ্যে ঢাকা সফরের আওতায় বাংলাদেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন। এফবিসিসিআই এর সঙ্গে আলোচনা এবং বিটুবি সভা দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণে ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সহায়ক কমিটির সদস্য নাসরিন ফাতেমা আউয়াল, মো. গিয়াস উদ্দিন চৌধুরী (খোকন), প্রবীর কুমার সাহা, বেলায়েত হোসেন ভূঁইয়া, এফবিসিসিআই’র সাবেক প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আলী, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, মীর টেলিকমের পরিচালক মেহরিন নাসির, এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর, এফবিসিসিআই’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এনডিসি, এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও অন্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ কর্মসূচি
খাগড়াছড়িতে মোবাইল টাওয়ারের ক্যাবল চুরি ঘটনায় গ্রেপ্তার ৩ 
নোবিপ্রবিতে প্রজেক্ট প্রপোজাল রাইটিং বিষয়ক প্রশিক্ষণ
পাকিস্তানের ইউএএফ-এ সার্ক এগ্রিকালচার সেন্টারের বুক কর্নার উদ্বোধন
এবারের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন: ইসি সচিব
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীমের ওপর হামলার মিথ্যা ভিডিও শনাক্ত : বাংলাফ্যাক্ট
ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত দেশের জিডিপিতে প্রায় ৩০ শতাংশ অবদান রাখছে: শিল্প উপদেষ্টা
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু
ফেনীতে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১০