শিল্প সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীন সমঝোতা সই

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৭:০২ আপডেট: : ০২ জুন ২০২৫, ১৭:২৪
সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েন্টাও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ছবি : পিআইডি

ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক কমিশনের ১৫তম সভায় শিল্প ও সরবরাহে সহযোগিতা জোরদারকরণে গতকাল দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সই হয়েছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েন্টাও এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

আজ সোমবার তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতাকে একটি নতুন কৌশলগত উচ্চতায় নেয়ার জন্য সর্বোচ্চ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। 

গত মার্চে চীন সফরের সময় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে নিরবচ্ছিন্ন বাণিজ্য সম্প্রসারণ, সুষম উন্নয়ন নিশ্চিতকরণ এবং শিল্প ও সরবরাহ খাতে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া চলমান প্রকল্পগুলোর ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা বাড়ানো, চীনা সহায়তার শর্তাবলি আরও যৌক্তিক করা এবং পাট শিল্পের উন্নয়ন নিয়েও আলোচনা হয়।

উভয় পক্ষই উন্নত, ন্যায্য ও সুষম বাণিজ্য নীতিমালার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে যা বিশ্বজুড়ে বর্তমান অর্থনৈতিক ক্রান্তিকালে টেকসই উন্নয়নে সহায়তা করবে। ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারকরণে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

এছাড়া, আগামী ১৬তম জেইসি সভা পারস্পারিক আলোচনার ভিত্তিতে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০