ছুটিতে বন্দরগুলোর কার্যক্রম স্বাভাবিক রাখার আহ্বান ডিসিসিআই’র 

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৮:৫৫

ঢাকা, ৪ জুন, ২০২৫ (বাসস): ঈদুল আজহা ও অন্যান্য উৎসবে দীর্ঘমেয়াদে সাধারণ ছুটির সময়কালে সকল বন্দরের পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। 

এ সময়কালে বিশেষ করে আমদানি পণ্যের খালাস প্রক্রিয়া বিলম্বের মাশুল যেন আমদানিকারককে বহন করতে না হয়, এ বিষয়টিও বিবেচনার জন্য সরকারের কাছে জোর দাবি জানায় সংগঠনটি।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের অন্যতম বৃহত্তম বাণিজ্য সংগঠন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এ সব দাবি জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে ডিসিসিআই সভাপতি বলেন, দেশের অধিকাংশ আমদানিকারক পণ্য আমদানির ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে আসছেন। মহাসড়কে যানজট, বন্দরের অপ্রতুল অবকাঠামো সুবিধা ও বন্দরে পণ্য খালাস প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে প্রায়শই বন্দর এলাকায় যানজটের তৈরি হয়। ফলে সকল শিল্পের আমদানিকারকগণ নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। 

তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় গত ২ জুন জারীকৃত সার্কুলারে তৈরি পোষাক খাতের আমদানিকারকদের চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত মালামালের স্টোরেজ সময়সীমা অতিক্রান্ত হওয়ার ক্ষেত্রে অতিরিক্ত চারগুণ স্টোর রেন্ট আরোপ থেকে কেবল তৈরি পোষাক খাতের আমদানিকারকদের অব্যাহতি দেয়া হয়েছে। 

ডিসিসিআই মনে করে, এক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের সাপ্লাইচেইন ও লজিস্টিক ব্যবস্থাপনা ও সড়ক অবকাঠামোর উন্নয়ন না করে, শুধু স্টোর রেন্ট চারগুণ বৃদ্ধি ব্যবসা পরিচালন ব্যয়কে বাড়িয়ে দেবে, পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ প্রাপ্তির ক্ষেত্রে প্রতিযোগী দেশগুলোর চেয়ে বাংলাদেশ ক্রমাগত পিছিয়ে পড়বে।

শুধু একটি খাতের আমদানিকারকদের বিশেষ সুবিধা প্রদান করা হলে, শিল্পের অন্যান্য খাতের আমদানিকারকরা বৈষম্যের শিকার হবেন- যা দেশের সুষম ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে বলে ডিসিসিআই বিশ্বাস করে।

রপ্তানি বাণিজ্যের বৃহত্তর স্বার্থে দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহজীকরণে বেসরকারি খাতের সকল আমদানিকারককে সমান সুযোগ নিশ্চিতকল্পে অতিরিক্ত স্টোর রেন্ট হ্রাসের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ডিসিসিআই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে হলেও কমতে শুরু করেছে পানি
ইয়েমেনে হুথিদের ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি ইসরাইলের
পেঁয়াজে আইপি নীতি পুনর্বিবেচনার দাবি
ট্রাম্প-পুতিনের আলাস্কা বৈঠক: পরবর্তী পদক্ষেপে ইউরোপীয় নেতৃবৃন্দ
কুয়াকাটায় সোনালী স্বপ্ন রোপণে ব্যস্ত কৃষকেরা
খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের মতবিনিময় সভা
ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে: পুতিন
দেশীয় সংস্কৃতির দিকে মনোনিবেশ সৌদি আরবের
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ
ক্যারিবীয় উপকূলের কাছে অবস্থান করছে ঘূর্ণিঝড় এরিন
১০