ঈদের ছুটিতে অর্থনীতি চালু থাকবে: ড. সালেহউদ্দিন

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ২০:৩০
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ৪ জুন, ২০২৫ (বাসস): অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ বলেছেন, পবিত্র ঈদুল আজহার ছুটিতে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু থাকবে।

তিনি বলেন, ‘স্থবিরতার কোনও সুযোগ নেই। ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতিতে চলবে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে কোন দিন কোন এলাকায় ব্যাংক খোলা থাকবে, এমনকি কোরবানির পশুর হাট কীভাবে চলবে।

সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সম্পর্কিত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

৭ জুন সারাদেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। প্রথমে ৫ ও ৬ জুন এবং পরে ৮ থেকে ১০ জুন মোট ছয় দিন ঈদের জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল।

পরে, নির্বাহী আদেশের মাধ্যমে ১১ ও ১২ জুন যোগ করা হয় এবং ১৩-১৪ জুন সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়। মোট ৫-১৪ জুন পর্যন্ত সরকারি কর্মচারীরা ১০ দিনের ছুটি পাচ্ছেন।

দীর্ঘ ছুটির কথা উল্লেখ করে সালেহউদ্দিন বলেন, অন্যান্য দেশে আরও দীর্ঘ ছুটি থাকে।

তিনি আরো বলেন, ‘উদাহরণস্বরূপ, বড়দিনের ছুটি ২০ থেকে ২৫ দিন পর্যন্ত বিস্তৃত। নেপালে দুর্গাপূজার জন্য ৩০ দিনের ছুটি থাকে। তাই, দেশ চলবে।’

তিনি বলেন, সরকার ইতোমধ্যেই বাজেট পেশ করেছে এবং বাস্তবায়ন পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে।
তিনি আরও উল্লেখ করেন, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর মতামত এবং পরামর্শ ঈদের পরে নেওয়া হবে।

তিনি বলেন, বাজেটের ওপর মতামত ১৯ জুন পর্যন্ত জমা দেওয়া যাবে। বাজেট অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠক ২২ জুন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
লালমনিরহাটে পানিতে ডুবে তরুণের মৃত্যু 
১০