দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ২৩:৫১
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা, ৪ জুন ২০২৫ (বাসস): দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় লি জে-মিউংকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার লি জে-মিউংকে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, লি -মিউং কোরিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের সরকার ও জনগণ এবং তাঁর নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।

অধ্যাপক ইউনূস বলেন, “আপনার এই বিজয় প্রমাণ করে, কোরিয়ার জনগণ আপনার নেতৃত্ব ও জাতির জন্য আপনার ভিশনের ওপর গভীর আস্থা ও বিশ্বাস রেখেছেন। আমরা আশা করি আপনি আপনার নাগরিকদের আশা-আকাঙ্ক্ষা পূরণে এবং আপনার দেশকে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার পথে এগিয়ে নিতে অসাধারণ সাফল্য অর্জন করবেন”।

প্রধান উপদেষ্টা বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে পারস্পরিক সম্মান, বন্ধুত্ব ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে।

তিনি বলেন, “আমাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে কোরিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী এবং প্রধানতম বিদেশি বিনিয়োগকারী হিসেবে কাজ করে যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার দক্ষ নেতৃত্বে আমাদের দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত সম্প্রসারিত হবে, যা আমাদের জনগণের কল্যাণে অবদান রাখবে,”।

প্রধান উপদেষ্টা স্মরণ করেন যে তিনি এবং প্রেসিডেন্ট লি ক্ষুদ্র ঋণের প্রোগ্রামের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নের একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি ভাগ করে নেন।

তিনি বলেন, “বিশেষ করে আমি গভীরভাবে স্মরণ করি আপনার উদ্যোগে কোরিয়ায় জুবিলি ব্যাংক প্রতিষ্ঠা করার কথা, যা নিম্ন আয়ের মানুষের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদের জীবনে আমূল পরিবর্তন এনেছে,”।

অধ্যাপক ইউনূস আরো বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার একজন নিবেদিত প্রচারক হিসেবে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী"।’

প্রধান উপদেষ্টা নতুন কোরীয় প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, সুখ এবং কোরিয়া প্রজাতন্ত্রের জনগণের স্থায়ী শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

লি জে-মিউং ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে বুধবার কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
দেশের ৭৮ শতাংশ পোশাক শ্রমিক পর্যাপ্ত খাদ্য জোগাতে পারেন না : গবেষণা
ডাকসেবা অধ্যাদেশ, ২০২৫ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার
সিকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত
পল্টনে ২৮ অক্টোবরের লগি-বৈঠার খুনিদের বিচার নিশ্চিত করতে হবে : মাহফুজুর রহমান
১০