এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যেকোনো মূল্যে: প্রধান উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ২২:১৬
শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

ঢাকা, ৬ জুন, ২০২৫ (বাসস): অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশে বলেছেন, এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যেকোনো মূল্যে।

আজ শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আমাদের সবসময় মনে রাখতে হবে, পতিত ফ্যাসিবাদ ও তার দেশি-বিদেশি দোসররা নতুন বাংলাদেশ গড়ার সম্মিলিত প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা নানামুখী অপপ্রচারে লিপ্ত। তারা সবসময় চাইবে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া জাতীয় ঐক্যের শক্তিকে পরাভূত করতে, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রচেষ্টাকে লাইনচ্যুত করতে এবং বাংলাদেশকে পুনরায় করায়ত্ত করতে।’

তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, আজ আবারও বলছি, আমরা একটা যুদ্ধাবস্থায় আছি। এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যেকোনো মূল্যে। পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওত পেতে বসে আছে আমাদের ছোবল মারার জন্য, আমাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। আমরা তাদের কিছুতেই এ সুযোগ দেব না।’

দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সুদৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোন আঘাত প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিরোধের ঐক্যবদ্ধ সুদৃঢ় প্রাচীর গড়ে তুলি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ২৭
এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা
প্লট বরাদ্দে জালিয়াতি : শেখ হাসিনার দুর্নীতি মামলার যুক্তিতর্ক ২৩ নভেম্বর
হাসিনার মামলার রায় : টিএসসিসহ ঢাকার বিভিন্ন স্থানে সরাসরি সম্প্রচার চলছে
হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪৫৩ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ ঘোষণা হচ্ছে
দেশের কিছু স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে
শেখ হাসিনার মামলার রায় দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু
মাদুরোর সঙ্গে সম্ভাব্য আলোচনার ইঙ্গিত ট্রম্পের
হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার: আইজিপি
ট্রাম্পের মোতায়েন করা ন্যাশনাল গার্ড শিকাগোর পোর্টল্যান্ড থেকে প্রত্যাহার : মার্কিন গণমাধ্যম
১০