দ্রুততম সময়ের মধ্যে পূর্বাচলে বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের সীমানা চিহ্নিত করা হবে: পরিবেশ উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ২০:৫৬
পূর্বাচলে বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল পরিদর্শন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি

ঢাকা, ১০ জুন ২০২৫ (বাসস): রাজধানীর পূর্বাচলে কিছু এলাকায় বনের সতেজতা রয়েছে, এ বনের সীমানা চিহ্নিতকরণ জরুরি এবং দ্রুতই এটা করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে পূর্বাচলে বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের সীমানা চিহ্নিত করা হবে।

পরিবেশ উপদেষ্টা আরো বলেন, ভুল বনায়ন নীতি, নগরায়ণ, শিল্পায়ন এসব কিছুর কারণে মূলত এখানে শালবনটা ধ্বংস হয়ে যাচ্ছিল। রাজউকের পূর্বাচল দ্বিতীয় ফেজের ভিতরে রাজউক এ বনটিকে ঢুকিয়ে ফেলেছিল কিন্তু আমরা আইনি লড়াই করে ১৪৪ একরের মতো এই বনটুকুকে বাঁচিয়ে রাখতে পেরেছি।

পূর্বাচলে বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা আজ এ কথা বলেন।

তিনি বলেন, এটা এমন একটা ফরেস্ট হতে পারে যেটা ঢাকাবাসী মনে করবে যে এটা তাদের কাছাকাছি আছে, তারা এসে এ বন পরিদর্শন করবে।

'এই এলাকার যে ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য, এটা একটা গড় এলাকা- উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা  বলেন, এখানে যেটুকু ফাঁকা জায়গা আছে সেখানে  প্রাকৃতিক উপায়ে যেন শালবনটা ফেরত আসে  সেজন্য  কাজ করা হবে। এছাড়া এখানে ফাঁকা জায়গাটা যেন বেদখল হতে না পারে সেজন্য প্রাকৃতিক আবহে কিছু শাল গাছের চারা ফাঁকা জায়গাগুলোতে রোপণ করা হবে।  আর, শালের যে কূল আছে সেখান থেকে যেন আপনা-আপনিই বনটা পরিপূর্ণ হয়ে ওঠে।

তিনি  বলেন, এই এলাকাটা আগে থেকেই আনুষ্ঠানিকভাবে বন হিসেবে চিহ্নিত করা ছিল। নতুন করে এখন এটাকে বিশেষ জীববৈচিত্র্য এলাকা ঘোষণা করা হয়েছে। বনের জায়গায় প্রথাগত বনবাসী না হলে অন্য কারো থাকার কোন সুযোগ নেই, ফলে এ বনের জায়গার মধ্যে যারা অবৈধ দখলদার আছে তাদেরকে দ্রুতই বনের জায়গা ছেড়ে দিতে হবে বলেও জানান তিনি।

এ সময় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মো ছানাউল্ল্যা পাটওয়ারী, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আলী রেজা খান,সামাজিক বন বিভাগ ঢাকা অঞ্চলের বন সংরক্ষক হোসাইন মুহম্মদ নিশাদ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় কর্মকর্তা শারমিন আক্তারসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৭ ইলেভেন অধিগ্রহণের প্রস্তাব প্রত্যাহার করল কাউচ টার্ড
সিরিয়ায় ইসরাইলের ‘লাগামহীন আগ্রাসন’র নিন্দা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আনসার একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 
কমলগঞ্জে ময়ুর মিয়া হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন: আলামতসহ মূল আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান: বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ রক্ষা
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না : মীর সরফত আলী সপু
নতুন প্রেরণা: বগুড়া শিবগঞ্জে ১১০টি ভোটকেন্দ্র কমিটিতে বিএনপির ১৭ হাজার সদস্য
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শামা ওবায়েদের
নীলফামারী জেলা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি গঠিত
তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নেত্রকোণার বারহাট্টায় বিএনপির বিক্ষোভ মিছিল
১০