পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই: প্রধান উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১৯:৫৫
বুধবার লন্ডনের চ্যাথাম হাউজে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ

ঢাকা, ১১ জুন, ২০২৫ (বাসস): প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের পর গঠিত পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ তাঁর নেই। তিনি জোর দিয়ে বলেন, তাঁদের কাজ হলো সফল ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিত করা, যা নির্বাচন দ্বারা সম্পন্ন হবে।

আজ বুধবার লন্ডনের চ্যাথাম হাউজে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বক্তব্য প্রদানের পর এক প্রশ্ন-উত্তর পর্বে বিষয়ে তিনি বলেন, ‘কোনোভাবেই না, একেবারেই না। আমি মনে করি, আমাদের উপদেষ্টা পরিষদের কোনো সদস্য সেটা করতে আগ্রহী হবেন না’।

একজন সাংবাদিক জানতে চান, অধ্যাপক ইউনূস কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরবর্তী সরকারের অংশ হতে আগ্রহী বা সে ধরনের অবস্থানে রয়েছেন কি-না। উত্তরে অধ্যাপক ইউনূস সাফ জানিয়ে দেন, তাঁদের দায়িত্ব হলো- যে রূপান্তর চলছে সেটা ঠিকমতো শেষ করা এবং যখন তাঁরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, তখন জনগণ যেন সন্তুষ্ট থাকে।

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচনটি সঠিকভাবে সম্পন্ন হবে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন সুদের হার কমার প্রত্যাশায় এশিয়ার শেয়ারবাজারে উত্থান
গাইবান্ধায় ৫৮৫ মণ্ডপে চলছে দুর্গাপূজার আয়োজন
মুন্সীগঞ্জে দুর্গাপূজার জন্য ৩৫৮টি পূজা মণ্ডপ প্রস্তত করা হচ্ছে 
ডিএমপি’র মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা
সাতক্ষীরায় পাঁচ শিশু-কিশোরের পানিতে ডুবে মৃত্যু
হাইতিতে গ্যাং হামলায় নিহত অর্ধশতাধিক
তারুণ্যের উৎসব উপলক্ষে পটুয়াখালীতে চারা বিতরণ
দিনাজপুরে শিক্ষকদের সক্ষমতা উন্নয়নে আইডিয়া মেলা অনুষ্ঠিত 
সাতক্ষীরা সীমান্তে ১৫ জনকে হন্তান্তর করল বিএসএফ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন ১৮ বিভাগ চালুর সুপারিশ
১০