বিগত সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে : মঈন খান

বাসস
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৬:১৬
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)’র সিনেট ভবনে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করনে। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার এ দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। 

তিনি বলেন, তারা হয়তো জাতিকে মূর্খ করে রাখতে চেয়েছে। অথচ শিক্ষার উন্নয়নে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসংখ্য অবদান রয়েছে। তিনি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করেছিলেন। যার সুফল দেশবাসী পেয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)’র সিনেট ভবনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষাদর্শন ও কর্মসূচি’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।

মঈন খান বলেন, দেশ ও মানুষকে স্বনির্ভর করে গড়ে তুলতে জিয়াউর রহমানের ছিল মহান পরিকল্পনা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনেছেন, এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন। কিন্তু তিনি কখনো বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ করেননি। এটিই গণতন্ত্রের নমুনা। 

তিনি আরও বলেন, অর্থনীতি, শিক্ষা ও রাষ্ট্রনীতিসহ সকল ক্ষেত্রেই ছিল জিয়াউর রহমানের নিজস্ব চিন্তা। তিনি গণমুখী শিক্ষা প্রবর্তন করেছিলেন। উৎপাদনমুখী শিক্ষার লক্ষ্যে তিনি নানা পদক্ষেপ নিয়েছেন। তাঁর শিক্ষা চিন্তা ছিলো দূরদর্শী। কিন্তু শেখ হাসিনা ছিলেন তার ব্যতিক্রম। তিনি ছিলেন ফ্যাসিস্ট।

মঈন খান বলেন, জিয়াউর রহমানের শিক্ষাদর্শন ও কর্মসূচি নিয়ে পিএইচডি গবেষণা হতে পারে। তিনি যে শিক্ষানুরাগী ছিলেন সেটি তাঁর হিযবুল বাহারে মেধাবীদের নিয়ে যে সমুদ্র যাত্রায় গিয়েছিলেন, তা প্রমাণ করে।

তিনি আরও বলেন,  আমেরিকা কিন্তু অস্ত্রের কারণে শক্তিশালী দেশ হয়নি, তারা মেধার ভিত্তিতে শক্তিশালী। যদি সারা বিশ্বের এক হাজার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা করা হয়, তাহলে সেখানে ৭০/৮০টি বিশ্ববিদ্যালয়ই আমেরিকার। 

মঈন খান বলেন, শহিদ জিয়া উন্নয়ন আর উৎপাদনের কথা বলতেন। তিনিই প্রথম পারমাণবিক বিদ্যুৎ নিয়ে চিন্তা করেছিলেন। তিনি বাস্তবমুখী শিক্ষার কথা বলেছিলেন। তাঁর অবদানের কথা বলে শেষ করা যাবে না। মাত্র সাড়ে তিন বছরে তিনি দেশের জন্য কার্যকরী পদক্ষেপ নিয়েছিলেন। জাতির জীবনে এমন কোনো খাত নেই, যেখানে তাঁর অবদান নেই। 

তিনি আরো বলেন, জিয়াউর রহমান ছিলেন সত্যিকারের রাষ্ট্রনায়ক। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্টা করেছেন। তিনি ছিলেন গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত। বিপরীতে আরেক জন সব দল নিষিদ্ধ করে ও চারটি বাদে সব গণমাধ্যম বন্ধ করে বাকশাল করেছিলেন। 

সেমিনারে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবি’র কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাণিজ পুষ্টিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নারীদের সম্পৃক্ততা অপরিহার্য : প্রাণিসম্পদ উপদেষ্টা  
এশিয়া কাপ জয়ের ব্যাপারে বাংলাদেশ আত্মবিশ্বাসী : জাকের
ববি হাজ্জাজকে হত্যা চেষ্টা : শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
এশিয়া কাপের জন্য দেশ ছাড়ল লিটন-জাকেররা
বাগদাদে উপজাতীয় সংঘর্ষে নিহত ৪ : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান গ্রেফতার
নীলফামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সীমানা বিষয়ে কমিশন যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে : ইসি আনোয়ারুল
পাবনায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী 
১০