ইউরোপে নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানোর আহ্বান ঢাকার

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ২১:১১

ঢাকা, ২৫ জুন,২০২৫(বাসস): নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার পোল্যান্ডের ওয়ারশ-এ অনুষ্ঠিত ‘ইএমএন পোল্যান্ড প্রেসিডেন্সি কনফারেন্স’-এ অংশ নিয়ে এ আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলাম। ইউরোপিয়ান মাইগ্রেশন নেটওয়ার্ক-এর পোল্যান্ডের জাতীয় সংযোগ কেন্দ্র এ কনফারেন্সের আয়োজন করে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. নজরুল ইসলাম ‘অভিবাসন চোরাচালান রোধে বৈশ্বিক জোটের কাঠামোতে প্রতিরোধমূলক ব্যবস্থা ও প্রতিক্রিয়া’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় অংশ নেন।

আলোচনায় তিনি বলেন, অবৈধ অভিবাসনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ আন্তরিকভাবে একটি সমন্বিত, অংশীদারিত্বভিত্তিক ও মানবিক পন্থা অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, অবৈধ অভিবাসনের মূল কারণ চিহ্নিত করে তা নিরসনের পাশাপাশি নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে একটি টেকসই ও ন্যায্য বৈশ্বিক অভিবাসন কাঠামো গড়ে তোলা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্মাণাধীন ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের কাজ ৬ মাসের মধ্যে সম্পন্নের নির্দেশ
তানজানিয়ায় নির্বাচন ঘিরে বিক্ষোভে ‘প্রায় ৭০০ জন নিহত’: বিরোধী দল
জাপানের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে সি চিনপিংয়ের প্রথম বৈঠক
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক ‘বিশ্বাস’ গড়ে তোলা উচিত : চীনা প্রতিরক্ষামন্ত্রী
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
সিলেটে বিদেশি রিভলভার ও বিস্ফোরক উদ্ধার
ঠাকুরগাঁও পৌর এলাকায় সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ শুরু 
মিরসরাইয়ে যাত্রীবেশে ১৯শ' পিস ইয়াবা পাচারকালে দুইযাত্রী গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মী গ্রেফতার
ঝটিকা মিছিলের চেষ্টা, হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার
১০