ইউরোপে নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানোর আহ্বান ঢাকার

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ২১:১১

ঢাকা, ২৫ জুন,২০২৫(বাসস): নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার পোল্যান্ডের ওয়ারশ-এ অনুষ্ঠিত ‘ইএমএন পোল্যান্ড প্রেসিডেন্সি কনফারেন্স’-এ অংশ নিয়ে এ আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলাম। ইউরোপিয়ান মাইগ্রেশন নেটওয়ার্ক-এর পোল্যান্ডের জাতীয় সংযোগ কেন্দ্র এ কনফারেন্সের আয়োজন করে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. নজরুল ইসলাম ‘অভিবাসন চোরাচালান রোধে বৈশ্বিক জোটের কাঠামোতে প্রতিরোধমূলক ব্যবস্থা ও প্রতিক্রিয়া’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় অংশ নেন।

আলোচনায় তিনি বলেন, অবৈধ অভিবাসনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ আন্তরিকভাবে একটি সমন্বিত, অংশীদারিত্বভিত্তিক ও মানবিক পন্থা অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, অবৈধ অভিবাসনের মূল কারণ চিহ্নিত করে তা নিরসনের পাশাপাশি নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে একটি টেকসই ও ন্যায্য বৈশ্বিক অভিবাসন কাঠামো গড়ে তোলা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ইউএনজিএ সফরে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন অধ্যাপক ইউনূস: প্রেস সচিব
বিজয়ের ব্যাটিংয়ে হ্যাটট্রিক জয় খুলনার
যুব সংহতির একাংশের যুগ্ম মহাসচিব পাভেল রিমান্ডে 
লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে টানা তিন জয়ের পর হারল চট্টগ্রাম
পালাউয়ের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ 
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ আটক এবং ত্রাণ সহায়তাকারীদের গ্রেফতারের প্রতিবাদ নাগরিক ঐক্যের
বিমানবন্দর থেকে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেফতার
স্কুল হ্যান্ডবল সেমিফাইনাল কাল
১০