প্রথমবারের মত নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২৩:৩৭ আপডেট: : ০২ জুলাই ২০২৫, ২৩:৪৬
ছবি: সংগৃহীত

ঢাকা, ২ জুলাই ২০২৫ (বাসস) : প্রথমবারের মত নারী এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছ বাংলাদেশ দল।

বাছাই পর্বে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বিকেলে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। কারণ ২ ম্যাচে ২ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল টাইগ্রেসরা।

এরপর সন্ধ্যার ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় ‘সি’ গ্রুপ থেকে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত হয় বাংলাদেশের।

২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমার। ২ ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তানের ১ করে পয়েন্ট আছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতলেও বাংলাদেশকে টপকে যাবার সুযোগ নেই বাহরাইন ও তুর্কমেনিস্তানের।

তবে শেষ ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট স্পর্শ করার সুযোগ আছে মিয়ানমারের। টুর্নামেন্টের নিয়মানুযায়ী পয়েন্ট সমান হলে মুখোমুখি লড়াইয়ে জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে মিয়ানমারের বিপক্ষে জয়ের কারণে বাংলাদেশের মূল পর্ব নিশ্চিত হয়ে গেছে।

আগামী শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। যা এখন  নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবি: চারজন নিহত, ২৩ জন উদ্ধার
সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
সিরাজগঞ্জের সলঙ্গায় ‘প্রতিবন্ধীদের’ মাঝে হুইল চেয়ার বিতরণ
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ি চাপায় এক নারী নিহত
পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন: স্নেহাংশু সভাপতি ও টোটন সাধারণ সম্পাদক
ট্রাম্পের শুল্কের চাপ: আমদানি খরচে ঊর্ধ্বগতি, মার্জিনে ধস, সংকটে মার্কিন রেস্তোরাঁ শিল্প
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াত নেতাদের অংশগ্রহণ
ব্যাটিং ধসে শ্রীলংকার বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
সীতাকুণ্ডে শিপইয়ার্ডের দখল করা ১১৩ একর বনভূমি উদ্ধার, অবৈধ স্থাপনা ধ্বংস
মিরপুরে বেড়ীবাঁধ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পানি উন্নয়ন বোর্ডের ৩ একর জায়গা উদ্ধার
১০