প্রথমবারের মত নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২৩:৩৭ আপডেট: : ০২ জুলাই ২০২৫, ২৩:৪৬
ছবি: সংগৃহীত

ঢাকা, ২ জুলাই ২০২৫ (বাসস) : প্রথমবারের মত নারী এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছ বাংলাদেশ দল।

বাছাই পর্বে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বিকেলে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। কারণ ২ ম্যাচে ২ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল টাইগ্রেসরা।

এরপর সন্ধ্যার ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় ‘সি’ গ্রুপ থেকে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত হয় বাংলাদেশের।

২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমার। ২ ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তানের ১ করে পয়েন্ট আছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতলেও বাংলাদেশকে টপকে যাবার সুযোগ নেই বাহরাইন ও তুর্কমেনিস্তানের।

তবে শেষ ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট স্পর্শ করার সুযোগ আছে মিয়ানমারের। টুর্নামেন্টের নিয়মানুযায়ী পয়েন্ট সমান হলে মুখোমুখি লড়াইয়ে জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে মিয়ানমারের বিপক্ষে জয়ের কারণে বাংলাদেশের মূল পর্ব নিশ্চিত হয়ে গেছে।

আগামী শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। যা এখন  নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা মেডিকেলে জন্ম নেয়া জমজ ৬ শিশুর ৫ জনের মৃত্যু
শেরপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন : জেমকন গ্রুপের দুই পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
শেরপুরে জাতীয় পরিচয়পত্র করতে এসে রোহিঙ্গা যুবক আটক
দূর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
শ্রীলংকার বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান
বৃষ্টির কারণে এনসিএল টি-টোয়েন্টির দুটি ম্যাচই পরিত্যক্ত
ওমানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল আরব আমিরাত
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
২০টি বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘টেক্সওয়ার্ল্ড প্যারিস’ উদ্বোধন
১০