প্রথমবারের মত নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২৩:৩৭ আপডেট: : ০২ জুলাই ২০২৫, ২৩:৪৬
ছবি: সংগৃহীত

ঢাকা, ২ জুলাই ২০২৫ (বাসস) : প্রথমবারের মত নারী এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছ বাংলাদেশ দল।

বাছাই পর্বে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বিকেলে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। কারণ ২ ম্যাচে ২ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল টাইগ্রেসরা।

এরপর সন্ধ্যার ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় ‘সি’ গ্রুপ থেকে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত হয় বাংলাদেশের।

২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমার। ২ ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তানের ১ করে পয়েন্ট আছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতলেও বাংলাদেশকে টপকে যাবার সুযোগ নেই বাহরাইন ও তুর্কমেনিস্তানের।

তবে শেষ ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট স্পর্শ করার সুযোগ আছে মিয়ানমারের। টুর্নামেন্টের নিয়মানুযায়ী পয়েন্ট সমান হলে মুখোমুখি লড়াইয়ে জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে মিয়ানমারের বিপক্ষে জয়ের কারণে বাংলাদেশের মূল পর্ব নিশ্চিত হয়ে গেছে।

আগামী শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। যা এখন  নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিয়েতনামে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে : মাসুদ সাঈদী
উজবেকিস্তানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেল : সালাহউদ্দিন আহমেদ
‘জুলাই সনদ’ চূড়ান্ত পর্যায়ে রয়েছে : প্রধান উপদেষ্টা
সিলেটে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন
ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর ঐক্যের দিকে এগিয়ে যেতে হবে:  শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
দীর্ঘ ১৬ বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান
ক্যাম্পাসগুলো বন্ধের পর আন্দোলনের প্ল্যাটফর্ম হয়ে উঠে পুরো বাংলাদেশ : আসিফ মাহমুদ
কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই মুক্তিযোদ্ধা : আব্দুল্লাহ তাহের
১০