প্রথমবারের মতো নিলামে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৪:২৩

ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : প্রথমবারের মতো নিলামের মাধ্যমে রোববার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ার ফলে মার্কিন ডলারের দাম টাকার তুলনায় গত এক সপ্তাহ ধরে কমছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক এই নতুন পদক্ষেপ নিয়েছে।

এই ডলার কেনার জন্য কেন্দ্রীয় ব্যাংক প্রতি ডলারের দাম ১২১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে, যা বেশিরভাগ ব্যাংকের দেওয়া প্রায় ১২০ টাকা দামের চেয়ে বেশি।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাসস’কে জানান, টাকার বিপরীতে ডলারের দাম স্থির রাখতে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে।

তিনি বলেন, যদি ডলারের বিনিময় হার টাকার তুলনায় বেড়ে যায়, তাহলে বাংলাদেশ ব্যাংক একইভাবে নিলামের মাধ্যমে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে।

তিনি আরও বলেন, টাকার বিপরীতে ডলারের বিনিময় হার যেন স্থির থাকে, সেটা নিশ্চিত করতে প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক যেকোনো সময় বাজারে হস্তক্ষেপ করতে পারে।

একটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের এক ঊর্ধ্বতন ট্রেজারি কর্মকর্তা জানান, রোববার প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২০ টাকা। আজ তা বেড়ে ১২১ টাকা ৫০ পয়সায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববার অধিকাংশ ব্যাংক প্রতি ডলারের বিনিময় হার প্রায় ১২০ টাকা নির্ধারণ করেছিল। এক সপ্তাহ আগে এই হার ছিল ১২৩ টাকারও বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১ হাজার ৮৭৪ কোটি টাকার কর ফাঁকি শনাক্ত করেছে এনবিআর গোয়েন্দারা 
ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক' ও সাঈদ মুগ্ধ ওয়াসিমদের ‘জাতীয় শহীদ’ ঘোষণা প্রশ্নে রুল
বিএসটিআইতে ন্যাশনাল হালাল ও হেলমেট ল্যাবরেটরির উদ্বোধন করেছেন শিল্প উপদেষ্টা
সাতক্ষীরায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’র নির্মাণকাজ শুরু 
ট্রাম্পের সর্বশেষ শুল্ক হুমকিতে ‘অপ্রস্তুত’ ইইউ
উইম্বলডনের নতুন রাজা সিনার
মেহেরপুরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি, কেবিনে স্থানান্তর
জুন মাসের সেরা দক্ষিণ আফ্রিকার শিরোপা জয়ের নায়ক মার্করাম
সমাজের বিরাজমান বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করতে দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্ট প্রয়োজন: অধ্যাপক আলী রীয়াজ
১০