মাইলস্টোন স্কুলে মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব অস্বীকার করেছে আইএসপিআর

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১১:৩৯ আপডেট: : ২৪ জুলাই ২০২৫, ১৭:১১

ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস): মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব অস্বীকার করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বলেছেন, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। অনেকেই না বুঝে এসব গুজব বিশ্বাস করছেন।’

তিনি বলেন, ‘আমাদের সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছে নেই। ঘটনার পরপরই কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সাড়া দিয়েছে। যেমনটি সব সময় করে থাকে।’ 

তিনি আরো বলেন, ‘আমি নিজে এবং আইএসপিআর টিম সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।’

গতকাল বুধবার আইএসপিআর-এর পরিচালক গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, ‘আইএসপিআরের পরিচালক হিসেবে আমি স্পষ্টভাবে ঘোষণা করছি- যে কোনো গণমাধ্যম চাইলেই এ বিষয়ে তদন্ত করতে পারে। সেনাবাহিনীসহ যে কাউকে বা সংশ্লিষ্ট যে কোনো স্থান পরিদর্শন করতে পারে। আমরা সর্বোচ্চ সহায়তা করতে প্রস্তুত আছি। পাশাপাশি আপনাদের যে কোনো প্রয়োজনে সর্বাত্মকভাবে সহযোগিতা করব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দলে ফিরলেন আফ্রিদি
সিলেটে গ্রেপ্তার আতঙ্ক, ১০ মামলা ১৬ হাজার আসামি, সাংবাদিক তুরাব হত্যা মামলা গ্রহণ হয়নি 
সাজেদুর হত্যা : রিমান্ড শেষে কারাগারে সালমান-আনিসুল
জুলাই শহীদ ও মাইলস্টোনে নিহতদের স্মরণে নওগাঁয় দোয়া মাহফিল
নারায়ণগঞ্জে স্টিল মিলের চুল্লি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ
দেশের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান অব্যাহত
মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত করলেন আফরোজা আব্বাস
গোপালগঞ্জে সহিংসতার ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিশন গঠন
কুড়িগ্রামে দুই মাদক কারবারিকে কারাগারে প্রেরণ 
৪১ বছর বয়সে ৪১ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের
১০