জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার যেন সুবিচার পায় সেজন্য আমাদের সোচ্চার হতে হবে : তথ্য সচিব

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২০:১৪
মঙ্গলবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় কথা বলেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। ছবি: বাসস

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস): তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার যেন সুবিচার পায় সে বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। তথ্য অধিদফতর এই অনুষ্ঠানের আয়োজন করে।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সচিব বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

গুজব ও অপতথ্যের ব্যাপকতা প্রসঙ্গে তিনি বলেন, গুজব ও অপতথ্য প্রতিরোধ করা বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ। তিনি গুজব ও অপতথ্য প্রতিরোধে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের আরও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  মো. কাউসার আহাম্মদ।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে তথ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বন্যপ্রাণী রক্ষায় প্রতিটি জেলায় স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা হবে: পরিবেশ ও বন উপদেষ্টা
মালয়েশিয়া শীর্ষ সম্মেলনের মাধ্যমে ট্রাম্পের এশিয়া সফর শুরু
রাজশাহীতে হেরোইন উদ্ধার, নারীসহ আটক ২
লঘুচাপ ঘণীভূত হয়ে ঘূর্ণীঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা
যুক্তরাষ্ট্রের গোপন অভিযানের বিরুদ্ধে উপকূল রক্ষায় অঙ্গীকার ভেনিজুয়েলার
নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৬
বদরগঞ্জে গণসংহতি আন্দোলনের আহ্বায়ক কমিটি
নারায়ণগঞ্জে নিরাপদ ব্যবসা পরিবেশের দাবি 
২২ দিন পর লক্ষ্মীপুরে মেঘনায় মাছ ধরা শুরু, দাম কম
তারুণ্যের উৎসব উপলক্ষে শিবগঞ্জে অলিম্পিয়াড প্রতিযোগিতা 
১০