ইসি’র সীমানা পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ২০:১৮
ফাইল ছবি

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণ, ভোটকেন্দ্র নির্দিষ্টকরণ, নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আজকের সভার আলোচ্যসূচি ছিল জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণ, ভোটকেন্দ্র, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংক্রান্ত এবং বিবিধ।

বৈঠক সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে জাতীয় সংসদের ৭৯টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক্ষেত্রে প্রাপ্ত আবেদন, জনসংখ্যা, প্রশাসনিক এলাকা ও ইসির নীতিমালার আলোকে সীমানা নির্ধারণ সংক্রান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ইসির এক কর্মকর্তা জানান, আজকের বৈঠকে সীমানা নির্ধারণ সংক্রান্ত যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা কমিশনের বৈঠকে উপস্থাপন করা হবে এবং কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার-কে সভাপতি করে ‘সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটি’ গঠন করা হয়। কমিটির এটি ছিল ১২তম সভা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কবিষয়ক বৈঠক চলছে
ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনকে শিবিরের ধন্যবাদ
কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেনের সমাপনী ও পুরস্কার বিতরণ
আগামী ৩ কার্যদিবসে দপ্তর সমূহে ওয়েবসাইট না থাকার ব্যাখা চেয়েছে মাউশি
পাবনায় রাইস এজেন্সির মালিকের কাছে চাঁদা দাবি, আটক ২
২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ‘ড্র’ ৩১ জুলাই
পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে : নাহিদ ইসলাম
১০