টেকনিক্যাল, ভোকেশনাল প্রশিক্ষণ উন্নয়নে এডিবির সাথে ১৫০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৭:৩৬ আপডেট: : ০৩ আগস্ট ২০২৫, ১৭:৪১

ঢাকা, ৩ আগস্ট, ২০২৫ (বাসস) : বিশ্ব বাজারে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে টেকনিক্যাল, ভোকেশনাল শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) উন্নয়নে বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আজ ১৫০ মিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের  (ইআরডি) সচিব মো. শহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং আজ ঢাকায় ইআরডি ভবনে এক অনুষ্ঠানে যথাক্রমে বাংলাদেশ এবং এডিবির পক্ষে ঋণ চুক্তিতে সই করেন। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের অগ্রাধিকার অনুযায়ী এই কর্মসূচি পাঁচটি প্রধান প্রযুক্তি ক্লাস্টারের ওপর গুরুত্ব দিচ্ছে। সেগুলো হলো: যান্ত্রিক, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সিভিল, এবং খাদ্য ও কৃষি খাত। 

তিনি আরও বলেন, এই কর্মসূচি বাংলাদেশ সরকারের কর্মসংস্থান সৃষ্টির অগ্রাধিকারকে সহায়তা করবে। আয় বহির্ভূত দারিদ্র্য ও সামাজিক বঞ্চনার বিষয়গুলো মোকাবেলা করবে এবং মর্যাদাসম্পন্ন কর্মসংস্থানে প্রবেশের সুযোগ ও বিশ্ব বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে।

‘টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (টিভিইটি) টিচার্স ফর দ্য ফিউচার প্রোগ্রাম’ এর আওতায় ফলাফলভিত্তিক এই সহায়তা ঢাকার বাইরে, বিশেষত অনুন্নত এলাকায় আধুনিক শিক্ষক প্রশিক্ষণের সুযোগ বাড়াবে। উন্নত প্রযুক্তিতে শিক্ষকদের শিক্ষাদান ও প্রযুক্তিগত দক্ষতা উন্নত করবে এবং শিক্ষক উন্নয়ন, ব্যবস্থাপনা ও প্রতিবেদন ব্যবস্থার কাঠামো শক্তিশালী করবে।

কর্মসূচির শেষে কমপক্ষে ১০ হাজার নতুন ও বর্তমান টিভিইটি শিক্ষক উন্নত প্রশিক্ষণ পাবেন, যার ইতিবাচক প্রভাব পড়বে প্রায় ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থীর ওপর। এছাড়া টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার মান ও প্রাসঙ্গিকতা বজায় রাখতে একটি জাতীয় পর্যায়ের ধারাবাহিক পেশাদার উন্নয়ন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও টেকসই প্রবৃদ্ধিকে সহায়তা প্রদানকারী একটি শীর্ষস্থানীয় বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এডিবি।

সদস্য দেশ ও অংশীজনের  সঙ্গে একযোগে জটিল চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে এডিবি, যা উদ্ভাবনী আর্থিক উপকরণ ও কৌশলগত অংশীদারিত্বকে কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নয়ন, মানসম্পন্ন অবকাঠামো নির্মাণ এবং আমাদের গ্রহের সুরক্ষা নিশ্চিত করে। 

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির বর্তমান সদস্য ৬৯, যার মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পলিথিন বিরোধী অভিযানে সাড়ে ৫ হাজার কেজি পলিথিন জব্দ
সংবাদমাধ্যম জনগণের কাছে দায়বদ্ধ : মাহফুজ আলম
সিলেটে ডাবল মার্ডার মামলায় দুই সহোদরের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
সৌদি আরবে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
বিমসটেকে নেতৃত্ব বাংলাদেশকে বৃহত্তর অঞ্চলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে সহায়তা করবে : আইসিসিবি
৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক
গোমতীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব শাকিল আখতার
জুলাই ঘোষণাপত্র মঙ্গলবার বিকেল ৫টায় ঘোষণা করা হবে
জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেলেন স্মিথ
১০