জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতীয় মানবাধিকার কমিশনের আলোচনা সভা

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৮:৩৫
ছবি: বাসস

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে কমিশনের সচিব সেবাস্টিন রেমা’র  সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) জেলা জজ বেগম মেহেরুন্নেসা এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক। সভায় কমিশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। আলোচনায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে মানবাধিকার প্রতিষ্ঠায় জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় মানবাধিকার কমিশন আশা প্রকাশ করে যে, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে মানবাধিকার সমুন্নত রাখতে এবং মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাই সম্মিলিতভাবে কাজ করে যাবে। প্রকাশ করে যে, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে মানবাধিকার সমুন্নত রাখতে এবং মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাই সম্মিলিতভাবে কাজ করে যাবে।

rজাতীয় মানবাধিকার কমিশন আশা প্রকাশ করে যে গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে মানবাধিকার সমুন্নত রাখতে এবং মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাই সম্মিলিতভাবে কাজ করে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পানির নিচে নতুন ‘মানব আবাস’: সারা সপ্তাহ ধরে গবেষণা সম্ভব 
বগুড়ায় হাতকড়াসহ পালানো আওয়ামী লীগ নেতা রেজ্জাকুল গ্রেফতার
চিতলমারীতে ৮৭০জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহবুবুর রহমানের ইন্তেকাল
বিএনপি নেতা নাজিম উদ্দীনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
চাঁদপুরে নয় মাসে সাপের কামড়ে অসুস্থ ৫৫৫ জন ও ৩ জনের মৃত্যু
ঝালকাঠিতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফি কমছে
রাজশাহীতে ডা. গোলাম কাজেম আলী হত্যার বিচার দাবি
১০