ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে কমিশনের সচিব সেবাস্টিন রেমা’র সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) জেলা জজ বেগম মেহেরুন্নেসা এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক। সভায় কমিশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। আলোচনায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে মানবাধিকার প্রতিষ্ঠায় জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় মানবাধিকার কমিশন আশা প্রকাশ করে যে, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে মানবাধিকার সমুন্নত রাখতে এবং মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাই সম্মিলিতভাবে কাজ করে যাবে। প্রকাশ করে যে, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে মানবাধিকার সমুন্নত রাখতে এবং মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাই সম্মিলিতভাবে কাজ করে যাবে।
rজাতীয় মানবাধিকার কমিশন আশা প্রকাশ করে যে গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে মানবাধিকার সমুন্নত রাখতে এবং মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাই সম্মিলিতভাবে কাজ করে যাবে।