ভবিষ্যতে কোনো সরকার যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে হবে : প্রধান উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ২১:৩০
মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি : প্রেস উইং

ঢাকা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদেরকে নিশ্চিত করতে হবে ভবিষ্যতের কোনো সরকারই যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যাতে কখনো কোথাও ফ্যাসিবাদের লক্ষণ পাওয়া গেলেই সেটিকে যেন তাৎক্ষণিকভাবে সেখানেই নিমূর্ল করা যায়।

আর যেন ১৬ বছরের জন্য অপেক্ষা করতে না হয়। বহু মানুষকে প্রাণ দিতে না হয়। আমাদের যেন আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজন না হয়।

আজ মঙ্গলবার রাতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় বিচারকাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্বও শুরু হয়েছে। ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এ দেশের মাটিতে হবেই। বিচার প্রক্রিয়া ও এর ফলাফল ক্রমান্বয়ে মানুষের কাছে প্রকাশিত হতে থাকবে। বিচারের পুরো প্রক্রিয়া দেশবাসীর কাছে স্বচ্ছ ও দৃশ্যমান রাখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যাম্পাসগুলো বন্ধের পর আন্দোলনের প্ল্যাটফর্ম হয়ে উঠে পুরো বাংলাদেশ : আসিফ মাহমুদ
কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই মুক্তিযোদ্ধা : আব্দুল্লাহ তাহের
‘পানিভিত্তিক অর্থনীতি’ গড়ে তুলতে চাই : প্রধান উপদেষ্টা
সেরা ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান প্রধান উপদেষ্টার
 জুলাই গণ-অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণী
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটা গোষ্ঠী উন্মুখ হয়ে আছে : প্রধান উপদেষ্টা
জেনেভায় প্লাস্টিক দূষণবিরোধী চুক্তির আলোচনা শুরু
পিবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’
ভবিষ্যতে কোনো সরকার যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে হবে : প্রধান উপদেষ্টা
১০