সরকারি চাকরিজীবীদের কাজ না করার কোনো উপায় নেই:  দুদক চেয়ারম্যান

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৭:৪১ আপডেট: : ১০ আগস্ট ২০২৫, ১৯:১০
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্য দেন দুদক চেয়ারম্যান। ছবি : বাসস

বগুড়া , ১০ আগস্ট, ২০২৫:  দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন  বলেছেন,সরকারি চাকরি  যারা করেন তাদের কাজ না করে কোন উপায় নেই।

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে  দুদকের  গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি  আজ এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে ঘুষ না দেওয়ার ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানন।  

বগুড়া যেন শ্রেষ্ঠ জেলা হিসেবে দুর্নীতি দমনে সবার উপরে থাকে তা নিশ্চিত করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।

গণশুনানিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ বগুড়া  জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন।

মোট ৯৭টি অভিযোগের মধ্যে দুদকের তফসিলভুক্ত ৫৭টি অভিযোগের শুনানি হয়। যার মধ্যে ২টি অভিযোগ অনুসন্ধানে নেয়া হয় এবং ১টি অভিযোগের বিষয়ে ২ জনকে পুলিশ হেফাজতে দেওয়া হয়। বাকি অভিযোগসমূহ প্রতিবেদন দাখিল সাপেক্ষে নিষ্পত্তি করা হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন দুদকের রাজশাহী বিভাগের পরিচালক  মো. ফজলুল হক। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন ও বগুড়া জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০