মালয়েশিয়ার কাছে গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়ে সহযোগিতা চাইবে বাংলাদেশ: প্রেস সচিব

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৯:৪২
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আসন্ন মালয়েশিয়া সফর নিয়ে প্রেস সচিব শফিকুল আলম রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি : পিআইডি

ঢাকা, ১০ আগস্ট,২০২৫ (বাসস) : মালয়েশিয়ার কাছে গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়ে সহযোগিতা চাইবে বাংলাদেশ। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে সেদেশের প্রতি বিনিয়োগের আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামীকাল তিন দিনের রাষ্ট্রীয় সফরে সেদেশে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সফরে তাঁর সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলও থাকছেন।

প্রেস সচিব বলেন, ‘আমরা গভীর সমুদ্রের ৪০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছ ধরি। অথচ আমাদের সমুদ্রসীমা প্রায় ২ লাখ ১০ হাজার বর্গ  কিলোমিটার, যা স্থলসীমার আয়তনের থেকে ৬০ হাজার বর্গ কিলোমিটারের মত বেশি। প্রধান উপদেষ্টা গভীর সমুদ্রে মাছ ধরার সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে চান। এর আগে জাপান সফরের সময় তিনি এক্ষেত্রে সেদেশের সহযোগিতা চেয়েছিলেন। এবার তিনি মালয়েশিয়াকে অনুরোধ করবেন তারা যেন এখানে একক অথবা যৌথভাবে বিনিয়োগে এগিয়ে আসেন।’

শফিকুল আলম আরও জানান, মালয়েশিয়ার স্বনামধন্য গাড়ি প্রস্তুতকারক কোম্পানি প্রোটন হোল্ডিংস বর্তমানে ইলেকট্রিক যানবাহনে বিপুল বিনিয়োগ করছে। তারা প্রচুর কার উৎপাদন করে থাকে। সফরকালে বাংলাদেশের পক্ষ থেকে প্রোটন হোল্ডিংসকে বিনিয়োগের আহ্বান জানানো হবে।

এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে রবি আজিয়াটার প্রধান নির্বাহীর আলাপ হবে বলে জানান প্রেস সচিব।

মালয়েশিয়া সফরে অভিবাসন ও বিনিয়োগের বিষয় অগ্রাধিকার পাবে বলেও উল্লেখ করেন শফিকুল আলম।  

তিনি বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফর। এই সফরে অনেকগুলো সমঝোতা স্বাক্ষর হবে। এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হবে বলে আশা করা হচ্ছে। সফরের মূল ফোকাস অভিবাসন নিয়ে আলাপ, দ্বিতীয় ফোকাস হচ্ছে বিনিয়োগ।’

সব মিলিয়ে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর খুবই সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বমানের শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষা উপদেষ্টা
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫ জারি
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
বগুড়ায় গণশুনানি চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি : দুদক
হাসিনার সরকার উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে : তারেক রহমান
সিপিডি সংলাপে সরকারের চ্যালেঞ্জ ও অর্জন তুলে ধরলেন শ্রম উপদেষ্টা
সরকারের উদ্যোগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
চীনের কাছে লেবাননের হারে প্রথমবারের মত মূল পর্বে বাংলাদেশ
ফিটনেস পরীক্ষায় একমাত্র ‘এলিট’ নাহিদ রানা
১০