পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২১:১৪

ঢাকা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : পলাতক পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার, ডিআইজি নূরে আলম মিনা, অতিরিক্ত ডিআইজি এস এম মেহেদী হাসান, অতিরিক্ত ডিআইজি সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন, সহকারী পুলিশ সুপার গোলাম রুহানীসহ বিভিন্ন পদমর্যাদার ৪০ জন কর্মকর্তার বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) ও পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ পদক) প্রত্যাহার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ ৭ আগস্ট (বৃহস্পতিবার) উল্লেখ করা হলেও বিষয়টি আজ রোববার জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ইতোমধ্যে নিজ কর্মস্থল থেকে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এরূপ ৪০ (চল্লিশ) জন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হলো।’

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এসব কর্মকর্তা পলাতক আছেন। পদক বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একটি থানার অস্ত্র সংক্রান্ত ভুয়া তথ্য ও অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে প্রবন্ধ পাঠানোর নির্দেশ
সারাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনে বর্ষসেরা পটুয়াখালীর দুমকী উপজেলা
নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের সাথে কেন্দ্রীয় নেতৃত্বের মতবিনিময় সভা
জুলাই অভ্যুত্থান ও মাইলস্টোনের দুর্ঘটনা নিয়ে ভূয়া ফটোকার্ড সনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় সিদ্ধিরগঞ্জ বিএনপি’র দুই নেতা বহিষ্কার
ছাত্রদলের নেতা-কর্মীদের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সংগঠনের জরুরি নির্দেশনা
তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্পে নিহত ১, আহত ২৯
গাজায় ইসরাইলি হামলায় আল-জাজিরার ৫ সাংবাদিক নিহত
ধোবাউড়া মহিলা দলের সন্মেলন : শহীদ মাজেদুল স্মরণে সভা ও দোয়া মাহফিল
১০