পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২১:১৪

ঢাকা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : পলাতক পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার, ডিআইজি নূরে আলম মিনা, অতিরিক্ত ডিআইজি এস এম মেহেদী হাসান, অতিরিক্ত ডিআইজি সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন, সহকারী পুলিশ সুপার গোলাম রুহানীসহ বিভিন্ন পদমর্যাদার ৪০ জন কর্মকর্তার বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) ও পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ পদক) প্রত্যাহার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ ৭ আগস্ট (বৃহস্পতিবার) উল্লেখ করা হলেও বিষয়টি আজ রোববার জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ইতোমধ্যে নিজ কর্মস্থল থেকে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এরূপ ৪০ (চল্লিশ) জন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হলো।’

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এসব কর্মকর্তা পলাতক আছেন। পদক বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কালীগঞ্জে ৩শ’ কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ
বাংলাদেশে নতুন মার্কিন দূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন ট্রাম্পের
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ২২শ' চারা বিতরণ
ঝিনাইদহে সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভা
বান্দরবানে বম পার্টির ঘাঁটিতে সেনা অভিযান
বর্ষাকালীন তরমুজ চাষ দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে
বৈষম্য বিরোধী আন্দোলন: আনিসুল-কামরুলসহ ২২ জনের ভার্চুয়ালি হাজিরা
ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হচ্ছে
রাশিয়া ইউক্রেনে ৫২৬টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে 
রাজবাড়িতে গ্রাম আদালত বিষয়ক সভা অনুষ্ঠিত
১০