যুব দিবসে ৪৭ কোটি টাকা যুব ঋণ প্রদান করা হবে

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৭:২০ আপডেট: : ১১ আগস্ট ২০২৫, ১৭:৩৫

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আগামীকাল ৪ হাজার ৯৮৫ জন যুবককে ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা যুব ঋণ প্রদান করা হবে। 

এছাড়া প্রতি বছরের ন্যায় এ বছরেও যুব কার্যক্রমে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠত্বের ভিত্তিতে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হবে । জাতীয় পর্যায়ে ১ম, ২য় ও ৩য়, বিভাগীয় পর্যায়ে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ট্রান্স জেন্ডার, বিশেষ চাহিদা সম্পন্ন যুবদের নির্বাচন করা হবে। আজ যুব উন্নয়ন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধন অনুষ্ঠানটি সকাল দশটায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে।

এ বছর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ নির্ধারণ করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্তকরণে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করছে। আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানব সম্পদে পরিণত করার ব্রত নিয়ে বছরে প্রায় ২ লাখ যুব কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছে।

যুব উন্নয়ন অধিদপ্তর যুব শক্তিকে সম্পদে পরিণত করতে দেশের ৬৪টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, মোবাইল ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন চলমান রয়েছে। শিক্ষা, প্রশিক্ষণহীন, কর্মহীন নয় লাখ বেকার যুবকে প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

যুব উন্নয়ন অধিদপ্তর ১৮ হতে ৩৫ বছরের যুবদের গত এক বছরে ২ লাখ ৭১ হাজার ৭১৯ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করেছে। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশের সহযোগী হিসেবে কাজ করার জন্য ১ হাজার ৭৬ জন যুবককে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

এ দিবস  উপলক্ষে স্মরণিকা, বার্ষিক প্রতিবেদন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্তদের সাফল্য সম্বলিত পুস্তিকা, ব্রশিউর, পোস্টার, প্রকাশিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার 
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,০১৬টি মামলা
আগাম বৃষ্টিতে বাগেরহাটে আউশের ব্যাপক ফলন
ডেইরি উন্নয়ন বোর্ড গঠনে প্রজ্ঞাপন জারি
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাগুরায় র‌্যালি
নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেকে নৌপরিবহন উপদেষ্টা
শেরপুর সীমান্তে মাদক জব্দ
রাঙ্গামাটিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মানুষ জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করে : নার্গিস বেগম
বিএনপিকে ধ্বংস করার চেষ্টা বারবার হয়েছে : মির্জা ফখরুল
১০