জানুয়ারিতে প্রাথমিকের সব বই বিতরণ করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৮:১৭
আজ নেত্রকোণা জেলা শহরের সাতপাই এলাকায় বরেণ্য লেখক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক প্রয়াত অধ্যাপক যতীন সরকারের শ্রদ্ধা অনুষ্ঠানে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: বাসস

নেত্রকোণা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, জানুয়ারির প্রথমেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সব বই বিতরণ করা সম্ভব হবে।

সোমবার দুপুরে নেত্রকোণা সদর উপজেলার বায়রাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি বলেন, ‘প্রাথমিকের বইয়ের টেন্ডার চলছে। আগামী জানুয়ারির প্রথমেই শিক্ষার্থীরা তাদের সব বই হাতে পাবে।’

প্রাথমিক শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে উপদেষ্টা বলেন, শিক্ষকদের পারফরম্যান্স মোটামুটি ভালো। বর্ষা মৌসুমে হাওরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি বাড়াতে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিভাবকদের সঙ্গে স্থানীয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডা. বিধান রঞ্জন জেলার কেন্দুয়া উপজেলা, সদর উপজেলার মদনপুরসহ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এরপর তিনি জেলা শহরের সাতপাই এলাকায় বরেণ্য লেখক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক প্রয়াত অধ্যাপক যতীন সরকারের শ্রদ্ধা অনুষ্ঠানে যোগ দেন।

তিনি অনুষ্ঠানে বলেন, ‘আমরা পড়াশোনার মান উন্নয়নের উদ্যোগ নিচ্ছি। এটি সফল হলে অভিভাবকরা সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি করতে আগ্রহী হবেন। হাওরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য স্থানীয় প্রশাসন ও কমিউনিটি সম্পৃক্ত করে সমস্যা সমাধানে কাজ চলছে।’

শ্রদ্ধা অনুষ্ঠানে জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা এবং জেলা প্রশাসনিক পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০