জানুয়ারিতে প্রাথমিকের সব বই বিতরণ করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৮:১৭
আজ নেত্রকোণা জেলা শহরের সাতপাই এলাকায় বরেণ্য লেখক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক প্রয়াত অধ্যাপক যতীন সরকারের শ্রদ্ধা অনুষ্ঠানে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: বাসস

নেত্রকোণা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, জানুয়ারির প্রথমেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সব বই বিতরণ করা সম্ভব হবে।

সোমবার দুপুরে নেত্রকোণা সদর উপজেলার বায়রাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি বলেন, ‘প্রাথমিকের বইয়ের টেন্ডার চলছে। আগামী জানুয়ারির প্রথমেই শিক্ষার্থীরা তাদের সব বই হাতে পাবে।’

প্রাথমিক শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে উপদেষ্টা বলেন, শিক্ষকদের পারফরম্যান্স মোটামুটি ভালো। বর্ষা মৌসুমে হাওরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি বাড়াতে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিভাবকদের সঙ্গে স্থানীয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডা. বিধান রঞ্জন জেলার কেন্দুয়া উপজেলা, সদর উপজেলার মদনপুরসহ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এরপর তিনি জেলা শহরের সাতপাই এলাকায় বরেণ্য লেখক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক প্রয়াত অধ্যাপক যতীন সরকারের শ্রদ্ধা অনুষ্ঠানে যোগ দেন।

তিনি অনুষ্ঠানে বলেন, ‘আমরা পড়াশোনার মান উন্নয়নের উদ্যোগ নিচ্ছি। এটি সফল হলে অভিভাবকরা সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি করতে আগ্রহী হবেন। হাওরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য স্থানীয় প্রশাসন ও কমিউনিটি সম্পৃক্ত করে সমস্যা সমাধানে কাজ চলছে।’

শ্রদ্ধা অনুষ্ঠানে জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা এবং জেলা প্রশাসনিক পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপ্রতুল বিনিয়োগে স্বাস্থ্যসেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি : ডা. রফিক
লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করলে ‘ধাপে ধাপে’ সেনা প্রত্যাহারের প্রস্তাব নেতানিয়াহুর
এক টাকা অনুদান না পেলেও লিগ্যাল এইডের কাজ চালিয়ে যাব : আইন উপদেষ্টা
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলন শুরু কাল
রোহিঙ্গারা অধিকার নিয়ে মিয়ানমারে ফিরতে প্রস্তুত: খলিলুর রহমান
অতিরিক্ত যুগ্ম ও সিনিয়র সহকারী জজ পদমর্যাদার ১৮৯ বিচারককে বদলি
সাত জেলায় নতুন পুলিশ সুপার
ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজি : চার জনের ১০ বছর কারাদণ্ড
নির্দোষ ব্যক্তিকে আটক রাখায় মৃত্যুতে ক্ষমা চাইলো জাপান পুলিশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেলা কলেজ মনিটরিং সেলের কার্যক্রম শুরু
১০