সিআইআরটি প্রজেক্টের জন্য দক্ষ আইসিটি বিশেষজ্ঞ খুঁজছে বিসিসি: ফয়েজ আহমেদ তৈয়্যব

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১১
ছবি : সংগৃহীত

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ ই-গভর্নমেন্ট সিআইআরটি প্রজেক্ট (সেকেন্ড রিভাইজড)’-এর আওতায় কিছু গুরুত্বপূর্ণ পদের জন্য অভিজ্ঞ ও দক্ষ আইসিটি বিশেষজ্ঞদের নিকট থেকে জীবন বৃত্তান্ত আহ্বান করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে জানিয়েছেন, এই প্রকল্পটি দেশের সাইবার নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সাইবার সুরক্ষা, ভালনারেবলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনেট্রেশন টেস্টিং (ভিএপিটি), ডিজিটাল ফরেনসিক, সার্টিফাইং অথরিটি, আইটি ঝুঁকি-ভিত্তিক নিরীক্ষা এবং সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট- ইত্যাদি ক্ষেত্রে গভীর অভিজ্ঞতা রয়েছে এমন উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাদারদের খুঁজছে বিসিসি।

আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য ও প্রক্রিয়া (আরএফএ) পাওয়া যাবে এই লিংকে: https://bcc.gov.bd/site/notices/9bdaf881-a6e8-4ff5-aa9d-03b855a3fa04 এছাড়াও, আগ্রহীরা অফিস চলাকালীন সময়ে প্রকল্প অফিস থেকেও তথ্য সংগ্রহ করতে পারবেন বলে পোস্টে জানানো হয়েছে।
পোস্টে আরো বলা হয়েছে, আবেদনের শেষ সময়সীমা আগামী ৭ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

পদের বিবরণ:

(এস-১): সিনিয়র টেকনিক্যাল স্পেশালিস্ট (ডিজিটাল সিকিউরিটি) পদে ১০ বছরের বেশি অভিজ্ঞতা, সাইবার সিকিউরিটি এবং ইনসিডেন্ট রেসপন্সে উচ্চ দক্ষতা সম্পন্ন, আন্তর্জাতিক সাইবার সম্পর্ক উন্নয়ন, সাইবার সিকিউরিটি গবেষণা এবং সাইবার হুমকির ল্যান্ডস্কেপ বিশ্লেষণে দক্ষ আইসিটি পেশাদার প্রয়োজন। 

(এস-৪): আইটি অডিটর- ১০ বছরের বেশি অভিজ্ঞতা, নেটওয়ার্কিং এবং অডিট প্রক্রিয়ায় পারদর্শী।

(এস-৫): তথ্য নিরাপত্তা বিশেষজ্ঞ পদে ৮ বছরের বেশি অভিজ্ঞতা, ভিএপিটি এবং থ্রেট অ্যানালাইসিসে পারদর্শী।

(এস-৭): ডিজিটাল ফরেনসিক বিশ্লেষক - ৬ বছরের বেশি অভিজ্ঞতা, ডিজিটাল ফরেনসিকস ও ম্যালওয়্যার অ্যানালাইসিসে পারদর্শী।

(এস-১১): জনসংযোগ কর্মকর্তা -৩ বছরের বেশি অভিজ্ঞতা ও সরকারি প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা।

(এস-১২): আইন কর্মকর্তা - ৩ বছরের বেশি অভিজ্ঞতা, সাইবার আইন এবং সংবিধান বিষয়ে জ্ঞানসম্পন্ন।

(এস-১৩): অ্যাপ্লিকেশন নিরাপত্তা ব্যবস্থাপক (ই-সার্ভিসেস) - ৫ বছরের বেশি অভিজ্ঞতা, জাভা স্প্রিং ফ্রেমওয়ার্কে কাজ করার দক্ষতা।

(এস-১৪): অ্যাপ্লিকেশন ডেভেলপার (ই-সার্ভিসেস)  ৩-৫ বছরের বেশি অভিজ্ঞতা, এনডিএ ফ্রেমওয়ার্কে কাজ করার অভিজ্ঞতা।

(এস-১৫): গুণমান নিশ্চিতকরণ (ই-সার্ভিসেস) - ৩ বছরের বেশি অভিজ্ঞতা, আইএসটিকিউবি সার্টিফিকেশন অগ্রাধিকারযোগ্য।

(এস-১৭): মার্কেটিং এবং ব্যবসা বিশেষজ্ঞ - ১০ বছরের বেশি অভিজ্ঞতা, বিশ্লেষণ, বাজেট পরিকল্পনা এবং স্টেকহোল্ডার ব্যবস্থাপনায় দক্ষ।

(এস-২০): সিএ ম্যানেজার - ৫ বছরের বেশি অভিজ্ঞতা, পিকেআই, স্মার্ট কার্ড এবং এইচএসএম নিয়ে কাজ করার অভিজ্ঞতা আবশ্যক।
(এস-২১): কোয়ালিটি অ্যাসিওরেন্স ম্যানেজার (পদ সংখ্যা: ২) - ৫ বছরের বেশি অভিজ্ঞতা, আইটি কিউএ, ঝুঁকি বিশ্লেষণ, কমপ্লায়েন্স, টেস্টিং ও প্রজেক্ট ম্যানেজমেন্টে দক্ষতা; আইএসটিকিউবি সার্টিফায়েড; ইমেইল সিকিউরিটি অ্যাসিওরেন্স ও আইটি পলিসি সংক্রান্ত জ্ঞান থাকতে হবে। তথ্য প্রযুক্তি মানের নিশ্চয়তা, তথ্য প্রযুক্তি নীতি উন্নয়ন, ঝুঁকি বিশ্লেষণ, সম্মতি ব্যবস্থাপনা এবং টেস্টিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

(এস-২২): ডেটা সেন্টার (ডিসি) হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার - ৩ বছরের বেশি অভিজ্ঞতা, লিনাক্স/ইউনিক্স অ্যাডমিন, নেটওয়ার্ক (সিসকো/ব্রোকেড/হুয়াওয়েই), ভার্চুয়ালাইজেশনে দক্ষতা; সিসিএনএ/সিসিএনপি/জেএনসিআইএ-এর যেকোনো একটি সার্টিফিকেশন আবশ্যক। হার্ডওয়্যার ও নেটওয়ার্কের আর্কিটেকচার ট্রাবলশুটিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

(এস-২৩): ডেটা সেন্টার (ডিসি) ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার - ৩ বছরের বেশি অভিজ্ঞতা, ডেটা সেন্টার অবকাঠামোতে অভিজ্ঞতা। ডেটা সেন্টার ফ্যাসিলিটি পরিচালনা, মেকানিক্যাল-ইলেকট্রিক্যাল-লাইফ সেফটি সিস্টেমে জ্ঞান; এমএস অফিস এবং ভিসিও-তে দক্ষতা; সার্টিফাইড ডেটা সেন্টার প্রফেশনালস (সিডিসিপি) বাঞ্ছনীয়।

(এস-২৫): টিম অ্যাসোসিয়েটস-প্রজেক্ট ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রিসহ ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা; ডকুমেন্টেশন, রিপোর্টিং ও সমন্বয়মূলক কাজে পারদর্শিতা; প্রশাসনিক ও যোগাযোগ দক্ষতা প্রয়োজন। লেখা ও পড়ায় পারদর্শী এবং আইসিটি এবং কম্পিউটার বিষয়ে উচ্চ জ্ঞানসম্পন্ন হতে হবে।

আগ্রহীদের আগামী ৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটার মধ্যে সিভি জমা দিতে হবে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগা খান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন
দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
মিয়ানমারে নতুন করে নৃশংসতার বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান
মহাখালীতে কিডনি কেয়ার সেন্টার স্থাপনে ডিএনসিসি ও সোনার বাংলা ফাউন্ডেশনের চুক্তি
রাজশাহী ও বাগেরহাটে দুদকের অভিযান : দুর্নীতি ও অনিয়মের সত্যতা মিলেছে
বৈদেশিক মুদ্রায় ঋণ, ওভারড্রাফট, গ্যারান্টি সংক্রান্ত নীতিমালা সংকলন করেছে বাংলাদেশ ব্যাংক
টিএনজেড গ্রুপ, ডার্ড গ্রুপ ও রোর ফ্যাশন লি. মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ সরকারের
টি-টোয়েন্টি দলেও ফিরলেন টেইলর
১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার
বিশ্বকাপের প্রস্তুতির জন্য অনূর্ধ্ব-১৫ ছেলেদের বিপক্ষে ৩টি ম্যাচ খেলবে টাইগ্রেসরা
১০