বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৩ আপডেট: : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৩
সিউলে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তোফিক ইসলাম শাতিল সে দেশের প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের কার্যালয়ে পরিচয়পত্র পেশ করেন। ছবি : পিআইডি

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ঢাকা ও সিউলের মধ্যে সম্পর্ক আরো গভীরের পথ ও উপায় খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন।

মঙ্গলবার সিউলে প্রেসিডেন্টের কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত তোফিক ইসলাম শাতিল পরিচয়পত্র প্রদানকালে লি জে মিয়ং এই মন্তব্য করেন।

আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় দূতাবাস জানায়, অত্যন্ত মনোরম ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচয় পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাত হয়। সাক্ষাতকালে রাষ্ট্রদূত তোফিক ইসলাম শাতিল বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা পৌঁছে দেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টও তাদের শুভেচ্ছা জানান।

বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ বন্ধু ও উন্নয়ন সহযোগী। তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর করতে প্রচেষ্টা চালানোর আগ্রহ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত শাতিল বাংলাদেশে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য দক্ষিণ কোরিয়ার অব্যাহত মানবিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা করেন।

তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দক্ষিণাঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ঘোষিত লক্ষ্যমাত্রার প্রশংসা করেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে কনস্টেবলদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ
রাজধানীতে বিভিন্ন অপরাধে ৫০ জন গ্রেফতার 
খুলনায় রেণু পোনা ব্যবহার ও ভেজাল চিংড়ি প্রতিরোধে মতবিনিময়
নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আগা খান পদক বিজয়ী মেরিনা তাবাসসুমকে সংস্কৃতি উপদেষ্টার অভিনন্দন
দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
মিয়ানমারে নতুন করে নৃশংসতার বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান
মহাখালীতে কিডনি কেয়ার সেন্টার স্থাপনে ডিএনসিসি ও সোনার বাংলা ফাউন্ডেশনের চুক্তি
রাজশাহী ও বাগেরহাটে দুদকের অভিযান : দুর্নীতি ও অনিয়মের সত্যতা মিলেছে
১০