ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে ফলপ্রসূ বৈঠক

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫২
পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক নাদির শফি দার আজ বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করেন। ছবি: ক্যাব

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ ও পাকিস্তান সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর আরো কাছাকাছি পৌঁছেছে। আজ বুধবার উভয় দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয়পক্ষ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে বিমানের ফ্লাইট পুনরায় চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক নাদির শফি দার রাজধানী ঢাকার বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি’র (সিএএবি) সদর দপ্তরে চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে উভয়ের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আজকের বৈঠকে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে বলেন, সরাসরি বিমান চলাচল পুনরায় চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে।

তারা বিমানখাতে প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) প্রধান নির্বাহী কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
কিম-পুতিন সাক্ষাৎ, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের কাজের প্রশংসা
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য সচিব
অর্থ পাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
২০২৯ সালের পরও ইইউতে জিএসপি+ সুবিধা পেতে ফ্রান্সের সহায়তা কামনা ঢাকার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হোপ এডুকেশন ফাউন্ডেশন ও দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষরিত
বান্দরবানে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ সম্পন্ন 
নারায়ণগঞ্জে ট্রাক চাপায় একব্যক্তি নিহত 
১০