দেশে আর আগের মতো অনিয়মের নির্বাচন হবে না : ইসি সানাউল্লাহ

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১২ আপডেট: : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দেশে আর আগের মতো অনিয়মের নির্বাচন হবে না। সকল পক্ষের সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) সংশোধনী নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পূর্ববর্তী নির্বাচনের অনিয়ম প্রসঙ্গে বলেন, ‘আপনি যে ইলেকশনের কথা বলছেন, সেই নির্বাচনে সম্ভবত ভোটারও ছিল না। যে ভোটার লাইন আমরা দেখেছি, সেটিও প্রকৃতপক্ষে ভোটারদের লাইন ছিল না। সেই নির্বাচনে হয়তো ভোটকেন্দ্রের ভেতরে প্রার্থীর এজেন্টও ছিল না, সাংবাদিকদের উপস্থিতিও ছিল না, এমনকি পর্যবেক্ষকরাও ছিলেন না। আমাদের দৃঢ় প্রত্যয়-ইনশাআল্লাহ, সেই ধরনের নির্বাচন আর বাংলাদেশে হবে না।’

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘এই নির্বাচনে সর্বপ্রথম চোখ হবে ভোটারের নিজের। এরপর ভোটারের এজেন্ট। সহযোগী হিসেবে থাকবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা। আমাদের উদ্দেশ্য একটাই—ভোটকক্ষে ভোটার যেন সুশৃঙ্খলভাবে, নির্ধারিত সময়ে, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, নির্বাচন কমিশনের কাজ শুধু অনিয়মকারীকে ধরা নয়, বরং পুরো প্রক্রিয়াটিকে সঠিকভাবে, শান্তিপূর্ণভাবে এবং গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা। 

তিনি বলেন, ‘আমাদের কাজ শুধু চোর ধরা নয়। আমাদের কাজ হলো নির্বাচন প্রক্রিয়াকে এমনভাবে পরিচালনা করা, যাতে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা
বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
কিম-পুতিন সাক্ষাৎ, রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্যের কাজের প্রশংসা
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্য সচিব
অর্থ পাচার ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
২০২৯ সালের পরও ইইউতে জিএসপি+ সুবিধা পেতে ফ্রান্সের সহায়তা কামনা ঢাকার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হোপ এডুকেশন ফাউন্ডেশন ও দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষরিত
১০