বিডা চেয়ারম্যানের সঙ্গে বিএসআইএ প্রতিনিধিদলের বৈঠক

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৪
বিএসআইএ’র একটি প্রতিনিধিদল আজ রাজধানীর বিডা'র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করে। ছবি: বিডা

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) একটি প্রতিনিধিদল আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে বৈঠক করেছে। এ সময় তারা সেমিকন্ডাক্টর খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসআইএ সভাপতি এম এ জব্বারের নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন সংস্থাটির পরিচালক কামরুল আহসান দেওয়ানজি ও আশিকুর রহমান তানিম। এ সময় বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রোচি এবং অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার জোহারি বিন আখতার উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএসআইএর পক্ষ থেকে  বিডার নির্বাহী চেয়ারম্যানের হাতে একটি লিখিত প্রস্তাবনা তুলে দেওয়া হয়। এতে জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো শীর্ষ সেমিকন্ডাক্টর দেশগুলোতে রোডশো আয়োজন, প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহ দিতে নীতি কাঠামো ও প্রণোদনা চালু এবং সেমিকন্ডাক্টর টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পায়।

আশিক চৌধুরী প্রস্তাবগুলোর বিষয়ে নিজের মতামত তুলে ধরে বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সুপারিশগুলোর সময়মতো বাস্তবায়ন করতে হবে। 

একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, বিএসআইএর প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বিডায় ইতোমধ্যেই সেমিকন্ডাক্টর খাতের জন্য একজন পূর্ণকালীন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বিএসআইএ নেতাদের নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০