লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার কারাবন্দিকে আইনি সহায়তা

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৭

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) ২০০৯ সাল থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশের ১ লাখ ৩০ হাজার ৩৩ জন কারাবন্দিকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করেছে।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অসচ্ছল ও ন্যায়বিচারপ্রার্থী জনগণের জন্য এ সেবার আওতায় মোট উপকারভোগীর সংখ্যা ১২ লাখ ৬১ হাজার ৬৫০ জন।

প্রতিবেদনের তথ্যমতে, প্রাথমিকভাবে জেলা পর্যায়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে দেশের ৬৪টি জেলায় লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টার (টোল ফ্রি : ১৬৪৩০) এর মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে।

উপকারভোগীদের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৯ হাজার ৫২৯ জন, ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১০ লাখ ১২ হাজার ৭৭৭ জন, শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে (ঢাকা ও চট্টগ্রাম) ২৯ হাজার ৫২৯ জন এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টারের (১৬৪৩০) মাধ্যমে ১ লাখ ৮৯ হাজার ৮৯৬ জন।

প্রতিবেদনে আরো বলা হয়, দেশের আর্থিকভাবে অসচ্ছল, অসহায় ও বিচারপ্রার্থী জনগণকে বিনা খরচে আইনি সহায়তা দিতে ২০০০ সালে প্রণীত ‘আইনগত সহায়তা প্রদান আইন’ অনুসারে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে। এটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন একটি সরকার-নিয়ন্ত্রিত সেবা সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার 
মালয়েশিয়ায় ১৬ বছরের কমবয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধের পরিকল্পনা 
উত্তরাঞ্চলে ছুটে আসছে পরিযায়ী হিমালয়ান গৃধিনী পাখি
সিলেটে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
সুন্দরবনের অপরাধ দমন ও মানচিত্র আধুনিকায়ন বিষয়ে কর্মশালা
ন্যায়, মানবিকতা ও দায়িত্ববোধ স্থায়ী শান্তির ভিত্তি : ত্রাণ উপদেষ্টা
বাউফলে নবনির্মিত পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন
বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত, আরেক বন্ধু আহত
শতবর্ষের শিক্ষার আলোকবর্তিকা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
সুদানের সেনাপ্রধান কোয়াড যুদ্ধবিরতি প্রস্তাবকে 'সবচেয়ে খারাপ' বলে নিন্দা জানিয়েছেন
১০