সারাদেশে নির্বিঘ্নে পূজা উদযাপনে ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৮ আপডেট: : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৬
রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : বাসস

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দেশের সব জায়গায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, দেশের কোথাও ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ নেই।  দু' একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হয়েছে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ লক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে পূজামণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে।

কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দমন, মাদক নির্মূল, জুলাই হত্যাকাণ্ডের মামলা ও তদন্তের অগ্রগতি, অবৈধ অস্ত্র উদ্ধারসহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আজকের সভায় আলোচনা করা হয়েছে বলে তিনি জানান।

উপদেষ্টা বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান সেহেতু আমাদের সবাইকে সতর্ক থেকে এর পবিত্রতা রক্ষা করতে হবে।

তিনি বলেন, বর্তমানে প্রচুর পরিমাণে মাদক ধরা হচ্ছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী  সজাগ রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে অনুষ্ঠিত হবে এবং সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে।

তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার 
মালয়েশিয়ায় ১৬ বছরের কমবয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধের পরিকল্পনা 
উত্তরাঞ্চলে ছুটে আসছে পরিযায়ী হিমালয়ান গৃধিনী পাখি
সিলেটে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
সুন্দরবনের অপরাধ দমন ও মানচিত্র আধুনিকায়ন বিষয়ে কর্মশালা
ন্যায়, মানবিকতা ও দায়িত্ববোধ স্থায়ী শান্তির ভিত্তি : ত্রাণ উপদেষ্টা
বাউফলে নবনির্মিত পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন
বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত, আরেক বন্ধু আহত
শতবর্ষের শিক্ষার আলোকবর্তিকা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
সুদানের সেনাপ্রধান কোয়াড যুদ্ধবিরতি প্রস্তাবকে 'সবচেয়ে খারাপ' বলে নিন্দা জানিয়েছেন
১০