বুধবার থেকে পূজামণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৪ আপডেট: : ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৭
আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৪তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: পিআইডি

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): আগামী বুধবার ২৪ সেপ্টেম্বর থেকে পূজামণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৪তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সেজন্য আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। তাছাড়া এবার দুর্গাপূজা উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। তবে সরকার এ বিষয়ে সজাগ ও সতর্ক রয়েছে এবং দুষ্কৃতিকারীদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা বলেন, আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ গেইটে কেজিপ্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। তাছাড়া ৫০ হাজার মেট্রিক টন আলু সরকারিভাবে ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করার উদ্যোগ নেয়া হয়েছে।

ব্রিফিংয়ে আইজিপি বাহারুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্বে) খন্দকার মো. মাহাবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাহাজ আমদানিতে ভ্যাট মওকুফ বিনিয়োগকারীদের উৎসাহিত করবে: নৌপরিবহন উপদেষ্টা
পোষ্যকোটা পুনর্বহাল ও শিক্ষক নিপীড়নের ঘটনা রাকসু নির্বাচন বন্ধের নামান্তর: শিবির
ঢাবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন সমাপ্ত
বেপজা’র নতুন প্রধান মেজর জেনারেল মোয়াজ্জেম
কলম্বিয়ায় খনি দুর্ঘটনায় আটকে পড়া ৭ শ্রমিকের লাশ উদ্ধার
রাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা
৩১ দফা বাস্তবায়িত হলে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে: ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল
ঢাকা-বেইজিংয়ের বন্ধুত্ব শক্তিশালী করতে তরুণদের আহ্বান জানালেন চীনা রাষ্ট্রদূত
মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমি থেকেই পাওয়া যায় : ভূমি সচিব
এটিইও নিয়োগ : এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬১৪ জন
১০