তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৪ আপডেট: : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৩
মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ। ছবি: বাসস

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ।

আজ মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনে গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। বর্তমানে গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকার গণমাধ্যমের কাছ থেকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে।

সাক্ষাৎকালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যক্রম, সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানে মন্ত্রণালয়ের উদ্যোগ, গুজব ও অপপ্রচার প্রতিরোধে করণীয় প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়। 

এ সময় ইউনেস্কো বাংলাদেশের সংস্কৃতি শাখার প্রধান কিজি তাহনিন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইরানে এ বছর ১ হাজার জনের মৃত্যুদণ্ড কার্যকর : আইএইচআর
নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত 
ঝিনাইদহে জমে উঠেছে দুর্গাপূজার বাজার, পোশাক ও খাদ্যপণ্যের বিক্রি বেড়েছে 
সংরক্ষিত আসনের বাইরে ৩৩ ভাগ নারী প্রার্থী মনোনয়নের দাবি
সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি : ধর্ম উপদেষ্টা
হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অর্ধশতাধিক সাক্ষ্যগ্রহণ
কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলের উদ্যোগ পরিবেশ মন্ত্রণালয়ের
কিছুটা ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার 
ধামরাইয়ে অটোরিকশা চালক হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ২
মারা গেলেন কিংবদন্তি আম্পায়ার ‘ডিকি’ বার্ড
১০